নক আউটে চোখ রেখে ব্রাজিলের সুইস পরীক্ষা শুরু

Looks like you've blocked notifications!
ব্রাজিল ফুটবল দল। ছবি: সংগৃহীত

কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ গ্রুপ ‘জি’-র দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দুই দলই যার যার প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। আজকের জয়ে মোটামুটি শেষ ষোলো নিশ্চিত করতে চায় উভয় দল। চোটের কারণে নেইমারের না থাকা কিছুটা হলেও ভোগাবে ব্রাজিলকে। সুইজারল্যান্ড চাইবে সেই সুযোগ লুফে নিতে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এর আগে বিশ্বকাপে দুইবার খেলেছে সুইজারল্যান্ডের বিপক্ষে। ১৯৫০ বিশ্বকাপে ২-২ গোল ও সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দুই দলের খেলা অমীমাংসিত থাকে ১-১ সমতায়। ম্যাচের আগে চাপ নিতে চান না সুইসরা। চান সেরাটা খেলে পরের পর্বে এক পা দিতে চায় তারা।

নেইমারের মতো চোটে পড়েছেন দানিলো। এই দুজনের বদলে একাদশে দেখা যাবে ফ্রেড ও মিলিতাওকে। মাঝমাঠে ব্রাজিল কোচ তিতের তুরুপের তাস ক্যাসেমিরো। প্রথম ম্যাচে অসাধারণ খেলা রিচার্লিসনের ওপর আজ চোখ থাকবে সবার। ৪-৩-৩ ফর্মেশনে আক্রমণাত্মক খেলাই খেলাবেন তিতে। অপর দিকে ৪-২-৩-১ ফর্মেশনে ব্রাজিলকে আটকাবার ছক কষছে সুইজারল্যান্ড। 

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার, থিয়াগো সিলভা, এডের মিলিতাও, মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, লুকাস পাকুয়েতা, ফ্রেড, ক্যাসেমিরো, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র, রিচার্লিসন।