নতুন বছরে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতির আশা বাফুফের

Looks like you've blocked notifications!
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ। ছবি : বাফুফে

ফিফা র‍্যাঙ্কিংয়ে তলানির দিকে বাংলাদেশের অবস্থান। দিন দিন এই গ্রাফ পেছনের দিকেই যাচ্ছে। বর্তমান অবস্থা বাংলাদেশের অবস্থান ১৯২ নম্বরে। পরিস্থিতি যখন এই তখন নতুন বছরে র‍্যাঙ্কিংয়ে উন্নতির দিকে চোখ রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করা নিয়ে আশাবাদী দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নতুন চুক্তির পর আজ বুধবার (২৫ জানুয়ারি) ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে আলোচনায় বসেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। কোচের সঙ্গে আলোচনা শেষে সার্বিক দিক সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

নতুন বছরে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে নাবিল আহমেদ বলেছেন, ‘এক সপ্তাহ পর আমাদের আরেকটি মিটিং আছে। সেটাকে সামনে রেখে কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। নতুন বছর শুরু হয়ে গেল, কাবরেরার সঙ্গে আমাদের চুক্তিও নবায়ন হলো, এরই মধ্যে সে আমাদের লিগের এবং ফেডারেশন কাপের বেশ কিছু খেলা দেখেছে। সেটা নিয়েও আলোচনা হয়েছে।’

আজকের আলোচনা নিয়ে নাবিল বলেন, ‘আমাদের আজকের আলোচনা ছিল মার্চে আমাদের যে ফিফা উইন্ডো আছে, সেটার জন্য আমরা কী রকম প্রস্তুতি নিতে পারি, কাদের বিপক্ষে খেলতে পারি এই বিষয়গুলো। মার্চের বিষয়টি আলোচনার কারণ, জুনে বা জুলাইতে যে সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে, সাফের জন্য আমাদের প্রস্তুতি যেন ভালো হয়। সবই আমরা প্রস্তাবনা আকারে আলোচনা করেছি।’

র‍্যাঙ্কিংয়ে উন্নতির পরিকল্পনা নিয়ে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ভাষ্য, ‘মার্চের উইন্ডোতে আমরা আমাদের কাছাকাছি মানের দেশগুলোর বিপক্ষে ম্যাচের আয়োজনের চেষ্টা করছি। তাদের বিপক্ষে খেললে সেটা আমাদের সাফের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আমরা চেষ্টা করব দেশের ভেন্যুতে তা আয়োজন করতে। যেহেতু সাফ আমাদের কিংবা পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে হবে, সেটার জন্য প্রস্তুতি যেন ভালো থাকে। এই বছর ম্যাচগুলো এমনভাবে খেলতে পারি, যাতে আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়। আমরা যেন বেশ কয়েকধাপ এগুতে পারি। এটা একদিনে হওয়ার নয়, ধাপে ধাপে হতে হবে।’