না ফেরার দেশে শেন ওয়ার্ন

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ৫২ বছর বয়সে মারা গেছেন তিনি।

শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা কিংবদন্তি  স্পিনারের মৃত্যুর খবর জানায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়ার্ন। মৃত্যুর সময় তিনি থাইল্যান্ডে ছিলেন।

ওয়ার্নের এজেন্সি এক বিবৃতিতে জানায়, ‘শেন ওয়ার্নকে তার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদল অনেক চেষ্টা করেও তাঁকে আর ফেরাতে পারেনি।’

বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একেবারে সর্বোচ্চ সারিতে শেন ওয়ার্নের নাম রয়েছে। ১৪৫টি টেস্ট ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন, লাল বলের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ১৯৪টি ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তাঁর।

১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন শেন ওয়ার্ন। ওই বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।

সম্প্রতি অ্যাসেজেও তাঁকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। ওয়ার্নের আকস্মিক এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।

অবশ্য সকালেই অস্ট্রেলিয়ার এক কিংবদন্তি রড মার্শের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছিল ক্রিকেটমহল। দিন কাটতে না কাটতে আরেক দুঃসংবাদ। মার্শের পর একইদিন মারা গেলেন ওয়ার্ন।