নিউজিল্যান্ড ক্রিকেটারদের হুমকি ভারত থেকে গেছে, দাবি পাকিস্তানের

Looks like you've blocked notifications!
নিরাপত্তার শঙ্কায় নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করে। ছবি : আল জাজিরা

সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর বাতিল করে। নিরাপত্তার শঙ্কায় সিরিজটি বাতল করে তারা। ১৮ বছর পর পাকিস্তান সফরে গেলেও ব্যাট-বলের লড়াই শুরু না হওয়ার আগেই ফিরে যায়  কিউইরা।  এ সফর বাতিলের  জন্য সরাসরি ভারতকে দায়ী করে পাকিস্তান সরকার। পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ভারত থেকে ইমেইলে প্রাণনাশের হুমকি দিয়ে নিউজিল্যান্ডকে সফর বাতিলে বাধ্য করা হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বুধবার সাংবাদিকদের বলেন, ‘ভারতে সংযুক্ত একটি ডিভাইস থেকে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে ইমেইল পাঠানো হয়েছিল, যা সিঙ্গাপুরের আইপি ঠিকানার অবস্থান দেখায়।’

আল জাজিরার খবরে জানা গেছে, নিউজিল্যান্ড ১১ সেপ্টেম্বর পাকিস্তানে যাওয়ার আগে হুমকিপূর্ণ ইমেইল পেয়েছিল, এর মধ্যে মার্টিন গাপটিলের স্ত্রীকে পাঠানো একটি ইমেইলও ছিল, যেখানে ক্রিকেটাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে যে যন্ত্র থেকে গাপটিলের স্ত্রীকে একটি ইমেইল পাঠানো হয়েছিল সেটিও ভারতে নিবন্ধিত ছিল। বিষয়টি খতিয়ে দেখতে ইন্টারপোলের সাহায্য চাইব আমরা। আমরা বিশ্বাস করি এটি আন্তর্জাতিক ক্রিকেটের বিরুদ্ধে একটি অভিযান।’

এদিকে ইংল্যান্ডও অক্টোবরে অনুষ্ঠেয় তাদের পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর বাতিল করে।

পাকিস্তানে ব্রিটিশ হাইকমিশনার টুইটারে লিখেছেন, নিরাপত্তার কারণে এই সিরিজের বিরুদ্ধে কোনো পরামর্শ তারা দেয়নি, ক্রিকেট বোর্ড নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ডিসেম্বরে সফরের সূচি থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকেও ইতোমধ্যে হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে বলে জানান ফাওয়াদ। তাই ইন্টারপোলকে পুরো ঘটনার তদন্ত করার দাবি জানান তিনি। ফাওয়াদ বলেন, ‘এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দলকেও হুমকি দেওয়া হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের দেশে যাতে আন্তর্জাতিক ক্রিকেট না হয়, তার পরিকল্পনা করা হচ্ছে। আইসিসি এবং বাকি সংস্থাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা এক ভিডিও বার্তায় বলেন, ‘ইংল্যান্ড সফরটি বাতিল করায় আমি খুবই হতাশ হয়েছি। ওয়েস্টার্ন ব্লক এ ক্ষেত্রে একজোট হয়ে পরস্পরের পাশে থাকে। নিরাপত্তা হুমকি ও শঙ্কার কথা বলে আসলে যে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়। নিরাপত্তা শঙ্কার ধরণ নিয়ে কোনো তথ্য নিউজিল্যান্ড আমাদের সঙ্গে শেয়ার করেনি। এখন ইংল্যান্ডের ঘোষণা এলো। ওয়েস্টার্ন ব্লক এক জোট হয়ে পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত  নেয়।’