নিজেদের ফিরে পেতে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ছবি : সংগৃহীত  

প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ তারা বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে জয়ে আশাবাদী ক্যারিবীয় দলটির অধিনায়ক নিকোলাস পুরান।

সিরিজের প্রথম ম্যাচে হেরে বাংলাদেশের কাছে টানা নয়টি ওয়ানডেতে হারের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। আজ তারা দশম হার এড়াতে চায়।

এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরান বলেন, ‘আমরা জানি আমাদের বিপক্ষে অনেকগুলো ওয়ানডে জিতেছে বাংলাদেশ। এটা হতেই পারে।  তবে  আমি মনে করি আমাদের এখনও সিরিজ জয়ের সুযোগ আছে। দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা  দিতে চাই। এর জন্য নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’

নিজেদের সামর্থ্য সম্পর্কে পুরান বলেন, ‘অবশ্যই আমরা খুবই ভালো দল। এটি মাঠে প্রমাণ করতে হবে। আমাদের দল তারুণ্য নির্ভর। তবে দল হিসেবে আমরা ভালো করতে পারছি না। আমরা নিজেদের নিয়ে কাজ করছি। আমি আশা করছি দ্রুতই আমরা একটি শক্তিশালী দলে পরিণত হব।’

ভবিষ্যতে ভালো করার ইঙ্গিত দিয়ে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘মাঠে ছেলেদের পরিশ্রম দেখে ভালো লাগছে। একজন অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না।’

২০১৪ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনো ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। ২০১৮ থেকে এখন পর্যন্ত ক্যারিবীয়দের বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।