নিজ গ্রামে সাকিবের ঈদ, স্ত্রীর যুক্তরাষ্ট্রে

Looks like you've blocked notifications!
বাবার সঙ্গে সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্রে সন্তানদের সঙ্গে সাকিবের স্ত্রী শিশির। ছবি : শিশিরের ফেসবুক থেকে নেওয়া

ক্রিকেট মাঠের বড় তারকা সাকিব আল হাসান। খেলার মাঠের  পাশাপাশি বিজ্ঞাপনের কাজেও তুমুল ব্যস্ততা তাঁর। তার ওপর স্ত্রী-সন্তানরা থাকেন আমেরিকায়। এত ব্যস্ততার মাঝেই এবারের ঈদটা করার জন্য নিজের গ্রাম মাগুরাকে বেছে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের গ্রামের বাড়িতে এবারের ঈদ কাটছে দেশসেরা ক্রিকেটারের।

মাগুরা শহরের নোমানী ময়দান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাবার সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সাকিব। নামাজ শেষে নিজ এলাকার মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সবাইকে ভালোভাবে ঈদ কাটানোর আহ্বান জানিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান সাকিব।

দীর্ঘদিন পর মাগুরায় ঈদ করতে দেখা গেল তাঁকে। এর আগে সবশেষে ২০১৭ সালে নিজ এলাকায় ঈদ করতে দেখা গিয়েছিল তাঁকে।

সাকিব মাগুরায় করলেও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির ও সন্তানরা আছে যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই সন্তানদের সঙ্গে একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান উম্মে আহমেদ শিশির।

এ ছাড়া ভক্তদের জন্য নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে সাকিব আল হাসান লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’