নির্ধারিত সময়ে ব্রাজিলকে আটকে দিল ক্রোয়েশিয়া

Looks like you've blocked notifications!
ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ। ছবি : সংগৃহীত

প্রথমার্ধে ক্রোয়েশিয়ার রক্ষণের কাছে পাত্তাই পায়নি ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও ক্রোয়াটদের দেয়াল ভাঙতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একের পর এক গোল থামিয়ে ম্যাচের নির্ধারিত সময় ব্রাজিলকে আটকে রাখলেন ক্রোয়াট গোলকিপার ডোমিনিক।

এডুকেশন সিটি স্টেডিয়ামের ম্যাচটির গোলশূন্য প্রথমার্ধ বিচার করলে এগিয়ে থাকবে ক্রোয়েশিয়া। একেকজন যেন চিতার মতো ক্ষিপ্র গতির। ব্রাজিলের মধ্যমাঠকে পিছনে ফেলে বারংবার আক্রমণে ওঠে ক্রোয়াটরা। ডান, বাম দুই প্রান্ত ধরেই আক্রমণ সাজায় ক্রোয়েশিয়া। 

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে ব্রাজিলকে দেখা যায় চেনা রূপে। দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক আক্রমণ করে তিতের শিষ্যরা। ৪৭ মিনিটে মিলিতাওর বল বাঁচান লিভাকোভিচ। ৫৪ মিনিটে সুযোগ মিস করেন রিচার্লিসন। মাঝে ৫২ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে পেরিসিচ গোলমুখে শট নিলেও তা কাজে দেয়নি।

প্রথমার্ধে ব্রাজিলকে চেপে ধরা ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধেও অব্যাহত রাখে গতিশীলতা। তবে এই সময়ে আক্রমণের পাল্লা ব্রাজিলের দিকে ভারী থাকে। ৭৫ মিনিটে নেইমারকে আবারও গোল বঞ্চিত করেন ক্রোয়াট গোলরক্ষক। 

নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ক্রোয়েশিয়া টানা দ্বিতীয় ম্যাচে অতিরিক্ত সময়ে খেলা নিয়ে গেলো।