নিলামে উঠছে ম্যারাডোনার বিশ্বকাপ ফাইনালের জার্সি

Looks like you've blocked notifications!
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ফাইল ছবি

কদিন আগেই প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি জার্সি রেকর্ড পরিমাণ ডলারে নিলামে বিক্রি হয়। সেটি ছিল ১৯৮৬ সালের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের বিতর্কিত গোল করার জার্সি। এবার তাঁর আরেকটি জার্সি নিলাম উঠছে। আর্জেন্টাইন কিংবদন্তির ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনালের জার্সিটিও এবার উঠছে নিলামে।

আগামীকাল মঙ্গলবার জার্সিটি নিলামে উঠছে। নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন বিক্রির জন্য তুলেছে এই জার্সি। আর্জেন্টাইন সময় কাল বেলা দুইটায় নিলাম শুরু হবে। অনলাইনে অংশ নেওয়া যাবে এই নিলামে।

নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে,  প্রয়াত সাংবাদিক জোসে মারিয়া মুনিয়েজের কাছ থেকে জার্সিটা পেয়েছে তারা। জার্সিটির মধ্যেও কালো একটা মার্কার দিয়ে সাক্ষর করেছেন ম্যারাডোনা। লিখেছেন, ‘জোসে মারিয়ার জন্য এটা। আমার ভালোবাসা নিও।’

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পরা জার্সিটি থেকে নিলামে উঠেছে প্রায় ৯০ লাখ ডলার। তবে এই জার্সিটি নিয়ে সেই তুলনায় আগ্রহ দেখাচ্ছে না ভক্তরা। এবার এই জার্সিটি কত দরে বিক্রি হয় সেটাই দেখার।

১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। আর ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান ম্যারাডোনা।