পদ্মা সেতুর উদ্বোধন : বিসিবির ব্যাপক আয়োজন

Looks like you've blocked notifications!
পদ্মা সেতুর উদ্বোধনের দিন বিসিবির বেশ কিছু আয়োজন ছিল। ছবি : সংগৃহীত

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বলে কথা। তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম অন্যরকমভাবে সেজেছিল আজ শনিবার। মাঠে মঞ্চ করা হয়েছে, কেক কাটা হয়েছে— আর ডিজিটাল স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকরা ছিলেন সেই অনুষ্ঠানে। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েক জন ক্রিকেটার এই অনুষ্ঠানে যোগ দেন।

শেরেবাংলায় অনুষ্ঠানে যোগ দেওয়া ক্রিকেটাররা হলেন— সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাঈম ইসলাম, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বিসহ আরও কয়েকজন। কয়েকজন কোচরাও ছিলেন বিসিবির এই অনুষ্ঠানে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিসিবির পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ পাঠানো হয়েছে।’

আজ দুপুরে মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্‌বোধন করেন। এর আগে তিনি সেখানে মোনাজাতেও যোগ দেন।