পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বাঁধভাঙা উচ্ছ্বাস

Looks like you've blocked notifications!
বিশ্বকাপে আজ বাংলাদেশ নারী দলের লড়াই। ছবি : সংগৃহীত

২৪ ঘণ্টা আগেই পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের আশার কথা শুনিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কারণ, বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে চেনা প্রতিপক্ষ পাকিস্তান। এ দলের বিপক্ষেই ওয়ানডেতে মোটামুটি ভালো সাফল্য বাংলাদেশের। তাই, অনেকটা নির্ভার ছিলেন নিগার সুলতানা।

নিগারের কথার প্রতিফলন দেখা গেল পুরো ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে বাংলাদেশ। তুলে নিয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। প্রথম বার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের প্রথম জয়ে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক নিগার।

ম্যাচ শেষে নিগার বললেন, ‘আমি ভাষায় এ জয়ের অনুভূতি বোঝাতে পারব না। বিশ্বকাপে এটাই আমাদের প্রথম জয়। আজ আমরা ইতিহাস তৈরি করলাম। আমরা এ মোমেন্টাম বাকি টুর্নামেন্টেও ধরে রেখে এগিয়ে যেতে চাই। এখানে আমরা দুটি ম্যাচ দেখেছিলাম, এখানে স্পিনারদের আধিপত্য। আমি ভেবেছিলাম যদি তিনি (সালমা খাতুন) তাঁর সেরাটা দিতে পারেন, আমি তাঁকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারব।’

অধিনায়ক আরও বলেন, ‘আমরা পাকিস্তানকে খুব ভালো করে চিনি। অনেক বার আমরা একে অপরকে খেলেছি। কোয়ালিফায়ারেও তাদের শেষ ওভারে হারিয়েছিলাম। জয় আমাদের আত্মবিশ্বাস দেয় এবং এ মোমেন্টাম আমরা সবসময় চেয়েছিলাম। আমাদের দলটি ভালো এবং এরই মধ্যে উন্নতি করছে। আমরা জানি আমরা সামর্থ্যবান একটি দল।’

বিশ্বকাপের আগে হেড টু হেড লড়াইয়ে ১১ দেখায় ছয়টিতে জিতেছিল পাকিস্তান, বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। এবার সে সংখ্যা হলো সমান সমান।

আজ সোমবার নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে, পাকিস্তানকে পেয়ে ঠিকই জ্বলে উঠল লাল-সবুজের দল। তুলে নিল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়।

হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটাই ওয়ানডেতে বাংলাদেশের সর্বাধিক দলীয় রান। এ রানের জবাব দিতে নেমে ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরির পরও ২২৫ রানে থামে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ : ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, রিতু ১১, ফাহিমা ০, সালমা ১১*, নাহিদা ২*; ফাতিমা সানা ১০-০-৫৪-১, ডায়না ৫-১-৩২-০, নিদা ১০-০-৪৫-১, নাশরা ১০-০-৪১-৩, গুলাম ফাতিমা ৭-০-৩০-০, ওমাইমা ৮-১-৩১-১)।

পাকিস্তান : ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদরা আমিন ১০৪, বিসমাহ ৩১, ওমাইমা ১০, আলিয়া ০, ফাতিমা সানা ০, সিদরা নওয়াজ ১, ডায়না ১২, নাশরা ৯*, গুলাম ফাতিমা ৫*; জাহানারা ৪-০-২০-১, তৃষ্ণা ৪-০-১৯-০, সালমা ৯-০-২৯-১, নাহিদা ৯-০-৪৮-০, রুমানা ৭-০-২৯-২, রিতু মনি ৯-০-৪২-০, ফাহিমা ৮-০-৩৮-৩)।

ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : ফাহিমা খাতুন।