প্রথমার্ধে কোস্টারিকার বিপক্ষে গোল পায়নি এশিয়ার জাপান

Looks like you've blocked notifications!
জাপান-কোস্টারিকা ম্যাচ। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছে জাপান। প্রথম ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে তাঁরা। তাতে খুব ভালো অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের ২২তম আসরে যাত্রা শুরু করতে পেরেছে এশিয়ার দেশ জাপান। এবার লক্ষ্য দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকাকে হারিয়ে নক আউট পর্বের দৌঁড়ে এগিয়ে থাকা।

আজ রোববার বিকেল ৪টায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে জাপান-কোস্টারিকা। প্রথম ম্যাচে জাপান জয় নিয়ে দারুণ সূচনা করলেও স্পেনের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে এসেছে কোস্টারিকা।

প্রথমার্ধের ৩ মিনিটে আয়েসে উয়েদার বাড়িয়ে দেওয়া বলটি কাজে লাগাতে পারেনি জাপানের স্ট্রাইকার রিতসু দোয়ান। এরপরে একঘেয়ে ফুটবল শুরু হয় আহমেদ বিন আলী স্টেডিয়ামে। কোনো দলকেই শাণিত আক্রমণ করতে দেখা যায়নি।

৩৫ মিনিটে কোস্টারিকার ডিফেন্ডার ফ্রান্সিসকো ক্যালভো গোলের সুযোগ নষ্ট করেন। দূর থেকে নেওয়া শটটি লক্ষ্যমতো পৌঁছাতে পারেনি। কয়েক মুহূর্ত পরেই স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল মিস করেন জাপানের গোল সীমানা। ফলে কাঙ্ক্ষিত গোলের দেখাও আর পাওয়া যায়নি।

জাপানের মধ্যমাঠের খেলোয়াড় ওয়াতারু অ্যান্ডো কিছুটা চেষ্টা করেছিলেন গোল আদায় করার। কিন্তু অন্য সকলের মতো দুর্বল আক্রমণের কারণে শেষ পর্যন্ত গোল আর আসেনি। ফলে গোল শূন্য ড্র নিয়ে দুদলকে বিরতিতে যেতে হয়েছে।