প্রথমার্ধে গোলের দেখা পায়নি বেলজিয়াম-মরক্কো

Looks like you've blocked notifications!
বেলজিয়াম-মরক্কো ম্যাচ। ছবি : সংগৃহীত

গোলের খেলা ফুটবল, ফুটবলের মজা গোলে। ফুটবল থাকবে অথচ গোল হবে না, কেমন নীরস লাগছে না? কাতার বিশ্বকাপের যেন এক অলিখিত নিয়ম হয়ে যাচ্ছে এটি। বেশিরভাগ ম্যাচেই গোল পেতে অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বেলজিয়াম-মরক্কো ম্যাচটিতেও গোল আসেনি প্রথমার্ধে।

আজ রোববার কাতারের দোহায় অবস্থিত আল থুমামা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয়েছে বেলজিয়াম-মরক্কো। গোলহীন প্রথমার্ধ পার করেছে উভয় দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল বেলজিয়াম। ৫ মিনিটে স্ট্রাইকার মিচি বাতশিয়াই গোল করার সুযোগ পেয়ে তা নষ্ট করেন। এর ১০ মিনিট পরে সুযোগ পেয়েছিলেন কেভিন ডি ব্রুইন, আমাদৌ অনানা, টমাস মিউনিয়ার। তবে বেলজিয়ামের পক্ষে কেউ সফলতা পাননি।

২১ মিনিটে মরক্কোর স্ট্রাইকার হাকিম জিয়াছ একটি সুযোগ পান। কিন্তু লক্ষ্য ছেড়ে গোল বারের অনেক ওপর দিয়ে বল চলে যায়। এরকম আরও বেশ কয়েকটি আক্রমণ চলছিল ৪৬ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বেলজিয়ামের স্ট্রাইকার থরগান হ্যাজার্ড ডি-বক্সের সামনে ডান প্রান্তে হাকিম জিয়াছকে ফাউল করে বসেন। মরক্কো পেয়ে যায় ফ্রি কিক। শট করেন হাকিম জিয়াছ। বল সরাসরি গিয়ে বেলজিয়ামের জালে জড়ায়।

কিন্তু ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) গোলটি বাতিল করে। মরক্কোর ডিফেন্ডার রোমেন সাইসকে অফসাইড করা হয়। তবে রিপ্লেতে দেখা যাচ্ছিল বল জালে ঢোকার আগে রোমেনের ছোঁয়া লাগেনি। হাকিমের শট সরাসরি গোলে ঢুকেছে। ফলে শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুদল।