প্রথমার্ধে সেনেগালের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

Looks like you've blocked notifications!
ইংল্যান্ড-সেনেগাল ম্যাচ। ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে হোঁচট খাওয়া সেনেগাল খেলছে কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। আফ্রিকার এই দেশের হোঁচট অবশ্য বিশ্বকাপের আগে থেকেই শুরু হয়েছিল। দলের অন্যতম ভরসা সাদিও মানে নেই স্কোয়াডে। তবুও দলকে চাঙ্গা করে রেখেছেন অন্যরা। আজকের ম্যাচের প্রথমার্ধে সেনেগালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

রোববার দিবাগত রাত ১টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-সেনেগাল। ম্যাচের শুরু থেকে ইংল্যান্ডের ওপরে যেভাবে চড়াও হয়েছিল সেনেগাল সেটি দেখে মনে হচ্ছিল ভিন্ন ইতিহাস লেখা হবে। তবে প্রথমার্ধের শেষদিকে এসে তাল গুলিয়ে ফেলে দলটি। তাতে হজম করতে হয়েছে দুই গোল।

২৩ মিনিটে সেনেগাল দুটি সুযোগ মিস করে। স্ট্রাইকার বৌলায়ে দিয়া এবং ইসমাইলা সর আক্রমণে নেমেছিলেন ইংল্যান্ড শিবিরে। তবে জালের ঠিকানা খুঁজে পাননি তাঁরা। ৩২ মিনিটে আবারও গোলে শট করেছিলেন বৌলায়ে দিয়া। তবে এবার দুর্ভাগ্য সেনেগালের। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের শৈলীতে গোল বঞ্চিত হন বৌলায়ে। 

ম্যাচের প্রথম গোলটি করেন জর্ডান হেন্ডারসন। ৩৮ মিনিটে আরেক মিডফিল্ডার জুড বেলিংহামের পাসে গোলটি করেন জর্ডান। ইংল্যান্ড লিড পায় ১-০ গোলে। এতক্ষণে চাপ সামলানো ইংল্যান্ড প্রাণ ফিরে পায় আক্রমণে। কখনও বাঁ প্রান্ত, কখনও ডান বা মধ্যভাগ দিয়ে তাঁরা চেপে ধরে সেনেগালকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে দ্বিতীয় সফলতা।

এবার গোল করেন তারকা হ্যারি কেইন। ৪৮ মিনিটে ফিল ফোডেনের বাড়ানো বলে ডান প্রান্ত দিয়ে তিনি গোলটি করেন। তাতে প্রথমার্ধে সেনেগালের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।