‘প্রভাবশালী’ মেসিকে নিয়ে যা বললেন ফেদেরার

Looks like you've blocked notifications!
লিওনেল মেসি ও রজার ফেদেরার। ছবি : রয়টার্স

সময়টা যেন এখন শুধুই লিওনেল মেসির। আলোচনার বাইরে তিনি থাকছেন না। যেসব বিষয়ে আলোচনা হয় তাকে নিয়ে সবটাই ইতিবাচক। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা এবার আলোচনায় উঠে এলেন বিখ্যাত সাময়িকী 'টাইম'-এর সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়ে। এই সাফল্যে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেদেরার।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) গোল ডটকমের করা একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, মেসিকে তার অর্জনের জন্য ধন্যবাদ দেন ফেদেরার। ২০ টি গ্র্যান্ডস্ল্যামজয়ী ফেদেরার বলেন, ‘মেসির গোল ও শিরোপা জয়ের বিষয়গুলো এখানে তুলে আনার প্রয়োজন নেই। যেটি আমার নজর কেড়েছে, ৩৫ বছর বয়সে এসেও নিজের গ্রেটনেস ধরে রেখেছে সে। অনেক বছর ধরেই সে ধারাবাহিক। এটি অর্জন করা যতটা কঠিন, ধরে রাখা তারচেয়ে বেশি কঠিন। সে জাদুকরের মতো ড্রিবলিং করে। তার পাসগুলো শৈল্পিক।’

ফেদেরার আরও যোগ করে বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ জয়টা অনবদ্য। লক্ষ লক্ষ সমর্থক বুয়েন্স আইরেসের রাস্তায় উদযাপন করছে, স্পোর্টসে এটি অসাধারণ মুহূর্ত। এমনকি যে ফুটবল দেখে না সেও এটি উপলব্ধি করবে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলাটির সত্যিকারের প্রভাব কতটা।’

ফুটবলের কিংবদন্তি মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন টেনিসের কিংবদন্তি ফেদেরার। ফেদেরার তাই বোঝেন মেসির মাহাত্ম্য কতটুকু। ক্রীড়াজগতের ভিন্ন দুই অঙ্গনের দুই মহাতারকা নিজ নিজ খেলায় দিয়েছেন সবটুকু উজাড় করে। পেয়েছেন আরও অনেকগুণ বেশি সাফল্য ও ভালোবাসা।