ফিফার শর্ত মানলে ৩০ কোটি টাকা পাবে বাফুফে

Looks like you've blocked notifications!

ফিফার শর্ত মেনে কমলাপুর স্টেডিয়ামকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চায় বাফুফে। সেখানে ফুটবল একাডেমি ছাড়াও ফুটবল বিষয়ক নানা কার্যক্রম হবে। ফিফার সব শর্ত মানলে প্রায় ৩০ কোটি টাকা পাবে বাফুফে। যেটা ব্যবহার হবে ফুটবলের উন্নয়নে।

ফিফার সব শর্ত মেনে একাডেমি চালাতে পারছিলে না  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই আগের একাডেমি থেকে সরে এসে নতুন কিছুর দিকে হাত বাড়িয়েছে বাফুফে। ফুটবলে উন্নয়নে যা করা দরকার সেটার অনেক কিছুরই ঘাটতি ছিল বাফুফের। তাই কমলাপুরকে ঘিরে নতুন চিন্তা ভাবনা। এখানেই হতে যাচ্ছে বাফুফের নতুন ফুটবল সেন্টার। সেই লক্ষ্য তৈরি হচ্ছে সেন্টারটি। যেখানে বসছে স্কোর বোর্ড, ফুটবলারদের থাকার আবাসন। সব কিছুই নতুন করে তৈরি হচ্ছে।

বাংলাদেশের ফুটবল উন্নয়নে নানা খাতে অর্থ বরাদ্দ দিয়ে থাকে ফিফা। কিন্তু সেসব অর্থ হাতছাড়া হয় নানা ধরনের ঘাটতির কারণে।

তাই এবার শুধু ফুটবল একাডেমি নয় বরং সেন্টার অব এক্সিলেন্সে চোখ বাফুফের। সেখান থেকে কাজ হবে ফুটবল উন্নয়ন নিয়ে।

তবে, যে স্টেডিয়ামকে ঘিরে বাফুফের এতো বড় স্বপ্ন সেখানে এই লকডাউনে চলছে এলাকার ক্রিকেট। টার্ফে ফেলা হচ্ছে সিগারেট-বাদামের খোসা। যাকে ঘিরে এত কিছু, তার দেখভালের কি কেউ নেই?