ফের চ্যাম্পিয়ানস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন
লাৎসিওর বিপক্ষে সেভাবে জ্বলে উঠতে পারেনি বায়ার্ন মিউনিখ। তবে রোমাঞ্চকর ম্যাচে তুলে নিয়েছে প্রত্যাশিত জয়। লাৎসিওকে হারিয়ে ফের চ্যাম্পিয়ানস লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখল গেলবারের চ্যাম্পিয়ানেরা।
গতকাল বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার শেষ ষোলোর ফিরতি লেগে লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। দলের পক্ষে গোল করেন রবার্তো লেভানদোভস্কি ও এরিক মাক্সিম চুপো-মোটিং। লাৎসিওর পক্ষে একমাত্র গোলটি করেন মার্কো পারোলো।
এর আগে প্রথম দেখায় লাৎসিওকে ৪-১ গোলে হারিয়েছিল জার্মানির ক্লাবটি। মোট দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকেট পেয়েছে বায়ার্ন।
এদিন ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। এরপর বিরতির পর স্কোরলাইন দ্বিগুণ করেন এরিক মাক্সিম চুপো-মোটিং। ডাভিড আলাবার পাস পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন এরিক মাক্সিম চুপো-মোটিং।
৮২ মিনিটে একটি গোল শোধ করেন প্রতিপক্ষের খেলোয়াড় পারোলো। ফ্রি কিকে কাছ থেকে হেডে বল জালে পাঠান তিনি। শেষের দিকে আর গোল না এলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
বায়ার্ন ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পোর্তো ও বরুশিয়া ডর্টমুন্ড। আগামীকাল শুক্রবার হবে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র।