বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতার করানোর ঘোষণা সাকিবের

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান। ছবি : সাকিব আল হাসানে ফেসবুক থেকে নেওয়া

রাজধানী বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে মালামালসহ বহু দোকান। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালের এই আগুন একপর্যায়ে ছড়িয়ে পড়ে বঙ্গ ইসলামীয়া সুপার মার্কেটে। আগুনে পুড়ে যায় মার্কেটের প্রায় সব দোকানের মালামাল। এতে ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পদের।

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট চলছে বাংলাদেশের। মাঠে নামার আগেই ক্রিকেটাররা শুনেছেন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খবর। প্রথম দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাকিব।

সাকিব তার গড়া এসএএইচ ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনুদানের ঘোষণা দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবাজারে আগুনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক! আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। তাই আমি, আমার SAH FOUNDATION-এর মাধ্যমে আগামীকাল ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’ 

পরের ইফতারের জন্য সতীর্থ পেসার তাসকিন আহমেদকে মনোনীত করেছেন সাকিব, ‘পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই।’ 

এ ছাড়া সহায়তার উদ্যোগ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছেন সাকিব, ‘এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্থ সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন, এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতিপূরণ করার তৌফিক দান করুন।’