ইসলামিক সলিডারিটি গেমস

বাংলাদেশের আরচারদের দারুণ সাফল্য

Looks like you've blocked notifications!
বাংলাদেশ আরচারি দল।ছবি : সংগৃহীত

ইসলামিক সলিডারিটি গেমসে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ আরচারি দল। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে রুপা পদক জিতেছে তারা। এছাড়া রিকার্ভ দলগতে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ পুরুষ ও নারী দল।

আজ বুধবার তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিত কম্পাউন্ড নারী দলগতে স্বাগতিক নারী দলের কাছে ২২৯-২২২ স্কোরে হেরেছেন রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুস্পিতা জামান।

এদিন রিকার্ভ দলগত ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৬-০ সেটে জয় পান মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও সাগর ইসলাম। এর আগে কোয়ার্টার ফাইনালে ইরানকে হারিয়ে সেমিফাইনালে উঠে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় দল।

এদিকে নারী দলগত রিকার্ভের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৬-২ সেটে জয় নিয়ে ব্রোঞ্জ পদক পান দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়।

এর আগে কোয়ার্টার ফাইনালে ৬-০ সেটে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশের নারী দল। অবশ্য সেমিফাইনালে ইন্দোনেশিয়ার সঙ্গে ৪-৪ সেটে ড্র করে। পরে টাইব্রেকারে ইন্দোনেশিয়া ৫-৪ সেটে জিতে।