‘বাংলাদেশের চেয়ে আফগানিস্তান বেশি শক্তিশালী’

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত  

এশিয়া কাপের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে আফগানিস্তান। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে একরকম উড়িয়ে দিয়েছে। ম্যাচ শেষে আফগান বোলারদের প্রশংসা করতে ভুলেননি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাঁর মতে, আফগান বোলাররা বিশ্বমানের।

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ দলের তুলনা করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেক শক্তিশালী। 

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের মুস্তাফিজ ভালো বোলার, সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের আর কোনো বিশ্বমানের বোলার নেই। সে হিসেবে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’

লঙ্কান অধিনায়ক আরও বলেন, ‘প্রতিপক্ষ কোনো দলই ছোট নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে।’

গতকাল শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে আফগানিস্তান আট উইকেটে জয় তুলে নেয়। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। লক্ষ্য ছোট, তাই জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি আফগানিস্তানকে। 

শারজাহতে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে। ১ সেপ্টেম্বর দুবাইতে শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের দল।