বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য ১০৪ রানের

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী দল। ছবি : আইসিসি

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রীতিমতো উড়ছে বাংলাদেশের মেয়েদের। নিজেদের প্রথম দুই ম্যাচে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। এবার যুক্তরাষ্ট্রের মেয়েদেরও থামিয়েছে অল্প রানে। টানা তৃতীয় জয় তুলে নিতে বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য মাত্র ১০৪ রানের।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বুধবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার বেনুনিতে ম্যাচটিতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমে ৪ উইকেটে ১০৩ রানে থেমেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।

এদিন ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় যুক্তরাষ্ট্র। তাদের ওপেনার লাসিয়া মুল্লাপুদিকে (৫) ফেরান দিশা বিশ্বাস। এরপর দিশা ধিনগ্রা ও স্নিগ্ধা পল ৫৭ রানের জুটি গড়েন, তবে রান রেট ছিল মন্থর।

এই দুজন ১৫তম ওভারে পরপর দুই বলে উইকেট হারান। স্বর্ণা আক্তারের থ্রোতে রান আউট হন দিশা (২০)। পরের বলে দিশার বলে ইনিংস সেরা ২৬ রানে আউট স্নিগ্ধা।

এরপর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে কোনোমতে একশ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত ছিলেন ইসানি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিশা। একটি নেন মারুফা আক্তার। বাকিটি হয় রানআউট।