বাংলাদেশ গেমস : রোববার পদক জিতেছেন যাঁরা
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে সিনিয়র বিভাগে স্বর্ণপদক জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের আনজিলা আমজাদ। তিনি ৫৬৯ স্কোর করে স্বর্ণ জেতেন। এ ইভেন্টে ৫৬৩ স্কোর নিয়ে রুপা জিতেছেন নেভি শুটিং ক্লাবের আরমিন আশা। ৫৬২ স্কোর করে কুষ্টিয়া রাইফেল ক্লাবকে ব্রোঞ্জ জিতিয়েছেন আরদিনা আখি।
১০ মিটার এয়ার পিস্তল নারীদের জুনিয়র ইভেন্টে স্বর্ণ জিতেছেন নেভি শুটিং ক্লাবের তুরিং দেওয়ান। ৫৪৮ স্কোর করে নেভি শুটিং ক্লাবকে স্বর্ণ এনে দিয়েছেন এই শুটার। নারায়াণগঞ্জ রাইফেল ক্লাবের মেহজাবীন ৫৪১ স্কোর করে রুপা পদক জিতেছেন। এক স্কোর কম করে ব্রোঞ্জ জিতেছেন নেভি শুটিং ক্লাবের আশিফা খাতুন।
স্কিট ইভেন্টে চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরউদ্দিন সেলিম ১০০ স্কোর করে স্বর্ণ জিতেছেন। ৮৪ স্কোর করে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাব্বির আহমেদ রুপা ও ৭৪ স্কোর করে দিনাজপুর রাইফেল ক্লাবের শিবলি সাদিক ব্রোঞ্জ জেতেন।
পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বিজিবি
বাংলাদেশ গেমসে পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার শহীদ এম মনসুর মলসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসারকে ৩৬-২৬ গোলে হারিয়ে স্বর্ণ জিতে বিজিবি।
প্রথমার্ধে শেষে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল বিজিবি। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পদক তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ সাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
এর আগে চাঁপাই নবাবগঞ্জকে ৩৪- ২৭ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ।
এক হাজার মিটার দৌঁড়ে সেরা আসিফ বিশ্বাস
বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকসের ১০ হাজার মিটার দৌঁড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ বিশ্বাস। তিনি সময় নিয়েছেন ৩৬ মিনিট ৩২ সেকেন্ড।
এই ইভেন্টে ৩৬ মিনিট ৩৫.৭০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সোহেল রানা। ব্রোঞ্জ জয়ী একই সংস্থার আল আমিন সময় নেন ৩৬ মিনিট ৪৬.৯০ সেকেন্ড সময় নিয়েছেন।
২০ কিলোমিটার হাটা ইভেন্টে তিন পদকই পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা। ১ ঘণ্টা ৪৪.২৯ সেকেন্ড নিয়ে রাজু আহমেদ স্বর্ণ জিতেছেন। ১ ঘণ্টা ৪৪.৩৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কৃষ্ণ সাহা। ১ ঘণ্টা ৪৫.০১ সেকেন্ড সময় নিয়ে মোরাদুল ইসলাম জয় করেন ব্রোঞ্জ পদক।
৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ রানা ৫৩.৬০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন। ৫৪.২০ সেকেন্ড নিয়ে নৌবাহিনীর সুলতান সানজিদ রুপা এবং ৫৪.৬০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন সেনাবাহিনীর মিনহাজুল।
নারীদের ডিসকাস থ্রোতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার। তিনি ৪০.৩৯ মি দূরত্বে ডিসকাস নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ জেলের আল্পনা আক্তার ৩৯.৫৫ মিটার দূরত্ব নিয়ে রুপা ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নিলুফা আক্তার ৩১.৭৪ মিটারে ব্রোঞ্জ পদক জিতে নেন।
পুরুষদের পোল ভোল্ট ইভেন্টে চার মিটার উচ্চতায় লাফিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর রাশেদুল ইসলাম স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টে যশোর জেলা ক্রীড়া সংস্থার আফদার আলী রুপা ও বাংলাদেশ নৌবাহিনীর সেলিম মন্ডল ৩.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।