বাংলাদেশ গেমস

বান্দরবানে শুরু হয়েছে কারাতে

Looks like you've blocked notifications!
বাংলাদেশ গেমস কারাতে প্রতিযোগিতা বান্দরবানে শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস কারাতে প্রতিযোগিতা আজ মঙ্গলবার বান্দরবানে শুরু হয়েছে। জেলা জিমন্যাশিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকালে দুটি স্বর্ণপদকের প্রতিদ্বন্দ্বিতা হয়। মেয়েদের একক কাতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার নু মে মারমা স্বর্ণ, বাংলাদেশ আনসারের হুমায়রা আক্তার অন্তরা রুপা ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার এলিক মারমা ও সেনাবাহিনীর কারিমা খাতুন যৌথভাবে ব্রোঞ্জপদক জেতেন।

মেয়েদের দলগত কাতায় বাংলাদেশ সেনাবাহিনী স্বর্ণ, বাংলাদেশ আনসার রুপা ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে ব্রোঞ্জপদক জেতে।

দেশের সাতটি জেলার ২৯টি ভেন্যুতে ৩১ ডিসিপ্লিনের পাঁচ হাজার ৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে স্বর্ণপদক রয়েছে ৩৭৮টি।

গেমসটি গত বছর এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সময় গেমস আয়োজন করা সম্ভব হয়নি।

গেমস আয়োজনে বাজেট ধরা হয়েছিল ৩৮ কোটি টাকা। শেষ পর্যন্ত তা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। সরকার থেকে ১৫ কোটি টাকা পাচ্ছে বিওএ।