বাবরের অধিনায়কত্ব ইস্যুতে মুখ খুললেন আফ্রিদি

Looks like you've blocked notifications!
ছবি : বাবর আজম ও শহীদ আফ্রিদির ভেরিফায়েড ফেসবুক পেজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে  সমান ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে পাকিস্তান। আগামী ১৪ এপ্রিল লাহোরে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে খেলা। তার আগে আলোচনায় বাবর আজমের অধিনায়কত্ব। গত কিছুদিন ধরেই পাকিস্তানের ক্রিকেট পাড়ায় চলছিল জোর আলোচনা। শহীদ আফ্রিদি না কি অধিনায়ক হিসেবে বাবরকে চান না!

আলোচনাটা আরও আগের। শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন নির্বাচকরা চেয়েছিলেন বাবরকে অধিনায়ক থেকে সরাতে। এমনটিই বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। সেই কমিটিতে প্রধান নির্বাচক ছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি।

তবে পরবর্তীতে নাজাম শেঠি বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেন, ‘কয়েক মাস ধরেই এটি নিয়ে ভুল বোঝাবোঝি হচ্ছে। আসল ব্যাপার হলো, বোর্ড সভাপতি হিসেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার কাছে। আমি আফ্রিদির কমিটির কাছে শুধু তাদের মতামত জানতে চেয়েছি।’

এই বিষয়ে অবশেষে মুখ খুলেছেন সাবেক তারকা ক্রিকেটার আফ্রিদি। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে গতকাল সোমবার (১০ এপ্রিল) একটি পোস্ট করে আফ্রিদি লিখেন, ‘আমি নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। তিনি স্পষ্ট করেছেন, যে বাবরের অধিনায়ক থাকা না থাকার ব্যাপারে আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি। তাই এই আলোচনা এখানেই শেষ। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও তার দলের প্রতি শুভকামনা রইল।’