বিজয়ের সেঞ্চুরিতে আবাহনীর দুর্দান্ত জয়

Looks like you've blocked notifications!
এনামুল হক বিজয়। ছবি : বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শতরানের দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। আজ বৃহস্পতিবার(১৬ মার্চ) আবাহনী লিমিটেডের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১১৮ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন বিজয়। টপ অর্ডার এই ব্যাটারের শতরানের ভর দিয়ে ১২৪ রানের বিশাল জয় পেয়েছে আবাহনী লিমিটেড।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে আবাহনী। ওপেনিংয়ে নাঈম শেখকে নিয়ে ১৫৭ রানের জুটি গড়েন বিজয়। ৭৪ বলে ৮৫ রান করে নাঈম ফিরে গেলেও ঠিকই শতক তুলে নেন বিজয়। মোহর শেখের বলে আনিসুল ইসলামের ক্যাচে পরিণত হওয়ার আগে নামের পাশে ঝলমলে এক ইনিংস রেখে যান। 

সমান ছয়টি করে চার-ছয়ে ১০৪.২৪ স্ট্রাইক রেটে ১১৮ বলে ১২৩ করেন বিজয়। ৪০তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিজয় যখন আউট হন আবাহনীর রান তখন ২৯৩। বিজয়ের অসাধারণ ইনিংসে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে আবাহনী গড়ে ৩৭২ রানের পাহাড়।

জবাব দিতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৮ রানে থামে ব্রাদার্সের ইনিংস। টসে জিতে ফিল্ডিং নেওয়ার মাশুল দিয়ে ম্যাচ হারে ১২৪ রানে। মূলত প্রথম ইনিংসে বিজয়ের কাছেই হেরে বসে ব্রাদার্স ইউনিয়ন।