বিপিএলের দায়িত্ব পেলে দুই মাসে সব ঠিক করতেন সাকিব

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান। ছবি : সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে নেওয়া

দিন দিন জৌলুস কমছে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএলের। এবারও ব্যতিক্রম নয়। এক সময় তারকায় ঠাসা থাকা বিপিএলে এখন নেই তেমন বিদেশি চেনা মুখ। সেই সঙ্গে এবারের আসরেও থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। আয়োজন সাদামাটা। সবমিলিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে বিতর্ক।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। জানিয়েছেন, বিপিএলের দায়িত্ব তিনি পেলে দুই মাসেই সব ঠিক করে ফেলতেন।

আজ বুধবার (৪ জানুয়ারি) গালফ অয়েল বাংলাদেশ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন সাকিব আল হাসান। অবশ্য এটা ছিল শুধুমাত্র একদিনের জন্য। প্রতিষ্ঠানটির একদিনের সিইও হয়ে আজ দায়িত্ব পালন করেন সাকিব। সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় বিপিএলের প্রসঙ্গেও বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমাকে যদি (বিপিএলের) প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়, বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ, সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’

কাজের উদাহরণ দিয়ে সাকিব বলেন, 'বিপিএলের সিইও হলে তো এই সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।'

ডিআরএস ইস্যুতে সাকিবের ভাষ্য, 'আমি জানি না! তবে বাজেট সংকট বোধহয় বিসিবির! সদিচ্ছা থাকলে আমি তো কোনো কিছু থেমে থাকার কিছু দেখি না। ৩ মাস আগে ড্রাফট হবে না, অকশন হবে না, ডিআরএস থাকবে না, ২ মাস আগে থেকে দল গঠন থাকবে না- আমি এসবের কোনো কারণ দেখি না। এক খেলোয়াড় একদিন আসবে ২ দিন পর চলে যাবে। কে কখন আসবে যাবে কেউ জানে না। নিউজে দেখলাম খেলোয়াড়রা এখনও ড্রেস পায়নি। মানে একটা যা তা অবস্থা!'

বিপিএলের চেয়ে বরং ঢাকা প্রিমিয়ার লিগকে এগিয়ে রেখে সাকিব বলেন, 'এর চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ আরও ভালোভাবে হয়। আগে থেকে দল গোছাতে পারে, আগে থেকে জানে দল কেমন হচ্ছে এবং সেভাবে কাজও করতে পারে। পরের ডিপিএলে কার কোন দল সবাই জানে। বিপিএলে তো কোনো ঠিক-ঠিকানা বুঝতে পারি না। ম্যাচ শুরু হওয়ার পর বিপিএল শুরু হয়। তার আগে সবাই যার যার মতো অনুশীলন করছে।'