বিপিএলে সেরা বোলারদের মধ্যে থাকতে চান তাসকিন

Looks like you've blocked notifications!
দলের অনুশীলনে তাসকিন আহমেদ। ছবি : তাসকিন আহমেদের ফেসবুক পেজ থেকে নেওয়া।

বল হাতে দারুণ সময় পার করছেন তারকা পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরেও ধরে রাখতে চান নিজের ছন্দ। সেই লক্ষ্যে নিজেদের দল ঢাকা ডমিনেটরসের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ডানহাতি এ পেসার।

বিসিবির একাডেমি মাঠে আজ বুধবার (৪ জানুয়ারি) অনুশীলনের ফাঁকে জানিয়েছেন, এবারের বিপিএলে নিজের লক্ষ্যের কথা। ঢাকার হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা তাসকিনের লক্ষ্য বিপিএলের সেরা উইকেট শিকারিদের তালিকায় থাকা। সংবাদমাধ্যমের সামনে তাসকিন বলেন, ‘আমার ইচ্ছা আছে এবার সেরা উইকেট টেকার বোলারদের মধ্যে থাকার। সবসময় চাইব আমার কিছু ম্যাচ উইনিং স্পেল যেন থাকে এবং দলে ভূমিকা থাকে। এটাই মূলত ইচ্ছা।’

ঢাকা ডমিনেটরসে নেই তেমন কোনো বিদেশি তারকা। দেশি সিনিয়রদের মধ্যেও নেই তেমন কেউ। তাই কাগজে কলমে খুব শক্ত দল নয় ঢাকা। তবুও দল নিয়ে আশাবাদী তাসকিন, ‘আসলে হয়তো কাগজে কলমে অনেকের থেকে অনেকটাই ছোট দল। কিন্তু আমি মনে করি, আমাদের ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচ উইনার খেলোয়াড় আছে যদি তারা তাদের সেরাটা খেলতে পারে, তাহলে ভালো করতেও পারে।’