বিশ্বকাপের দলে থাকবেন মাহমুদউল্লাহ? যা বললেন পাপন

Looks like you've blocked notifications!
মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হাসান পাপন। ছবি : বিসিবি

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকবেন কি জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডরার মাহমুদউল্লাহ রিয়াদ? এই প্রশ্নটি বেশ কদিন ধরেই ভক্ত-সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে। অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ শুক্রবার (১২ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘সমস্যাটা আসলে অন্য জায়গায়। টিম ম্যানেজমেন্টের সমস্যাটা যে জায়গায় হচ্ছে, সেটা হলো এখানে যদি আমি একজন ওপেনার কিংবা মিডলঅর্ডারকে বাদ দিলাম। যেমন তাওহিদ হৃদয়ের জায়গায় আরেকজনকে খেলালাম বা একদিন বিশ্রাম দিলাম। কিংবা শান্তকে বিশ্রাম দিলাম। এটা যেমনটা সহজ মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া ততোটা সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘মূলত এই জিনিসগুলো নিয়েই তারা চিন্তাভাবনা করছে। তবে আমার মনে হয় তারা যতো চিন্তাভাবনাই করুক না কেন, দিনশেষে তাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তাই আমার মনে হয় মাহমুদউল্লাহ থাকবে বিশ্বকাপ স্কোয়াডে। দেখা যাক শেষমেশ কি সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।’

গত কয়েকটি সিরিজে দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তাই স্বভাবতই ভক্তদের মনে প্রশ্ন বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কেন সিরিজগুলোতে নেই রিয়াদ। তবে কি তাকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ? সেই উত্তর এখনও না মিললেও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক তামিম ইকবালের ভাষ্যে পরিষ্কার যে, বিশ্বকাপে মাহমুদউল্লাহর অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয় শেষ বিশ্বকাপ খেলার সুযোগ পান কিনা মাহমুদউল্লাহ।