বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন পগবা

Looks like you've blocked notifications!
পল পগবা ইনজুরিতে। ছবি : সংগৃহীত

জুভেন্টাসের মিডফিল্ডার পল পগবা চোটে আক্রান্ত। পাঁচ সপ্তাহের জন্য মাঠে বাইরে চলে যেতে হবে তাঁকে। হাঁটুর অস্ত্রোপচার করা হলে বিশ্বকাপের দল থেকেও বাদ পড়তে পারেন তিনি।

জুভেন্টাসের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, পাঁচ সপ্তাহের জন্য থেরাপি দেওয়া হবে পগবাকে। ২৯ বছর বয়সী পগবা গত মাসে ক্লাবটির হয়ে প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে যান, জুভেন্টাসের সাথে অনুশীলনের সময় ডান হাঁটুতে মেনিস্কাসে চোট পান।

পগবার অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, তা নির্ধারণ করতে বেশ কয়েকজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন।

পগবা ইতালিয়ান লিগের শুরুতে মিস করতে পারেন। আসরটি ১৩ আগস্ট শুরু হওয়ার কথা।