বিশ্বকাপের ফাইনালে কেন মেসির নিষেধ অমান্য করেছিলেন মার্টিনেজ?

Looks like you've blocked notifications!
মার্টিনেজ ও মেসি। ছবি : মেসি-মার্টিনেজের ফেসবুক থেকে নেওয়া।

কাতার বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেললেও বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। শিরোপা হাতছাড়া হওয়ার পর এমবাপ্পেকে নিয়ে নানাভাবে উদযাপন করে সমালোচনার জন্ম দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের প্রায় ২ মাস পর সমালোচিত সেসব উদযাপন নিয়ে মুখ খুললেন মার্টিনেজ।

ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাতকারে মার্টিনেজ বলেন, ‘আমি কাউকে আঘাত করতে চাইনি। পুরো ক্যারিয়ারজুড়ে আমি ফরাসিদের সঙ্গেই বেড়ে উঠেছি। কখনো একটুও সমস্যা হয়নি। আপনি জিরুডকে জিজ্ঞাসা করতে পারেন, আমি কেমন মানুষ। আমি সত্যিই ফরাসি সংস্কৃতি ও মানুষকে পছন্দ করি।’

ড্রেসিংরুমে এমবাপ্পেকে নিয়ে গানের ব্যাখা দিয়ে মার্টিনেজ বলেন, ‘লিও আমাকে নিষেধ করেছিল। তবে আমি তার কথা শুনিনি। আমার যা মনে চেয়েছে আমি সেটাই করেছি। তবে ড্রেসিংরুমের ঘটনা কখনো বাইরে আসা উচিত নয়। তবুও বলতে চাই, ২০১৮ বিশ্বকাপে আমাদের হারানোর পর ফ্রান্সও মেসিকে নিয়ে এমন গান গেয়েছিল।’

মার্টিনেজ আরও বলেন, ‘একইভাবে কেউ ব্রাজিলকে হারালে নেইমারকে নিয়ে গান ধরবে। এমবাপ্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আমি তাকে অনেক সম্মান করি। আর তারা সেরা খেলোয়াড়, তাই তাদেরকে নিয়ে গান গাই।’

আর্জেন্টিনায় ছাদখোলা বাসে এমবাপ্পের পুতুল নিয়ে উদযাপন প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘ওই সময় মানুষ আমাদের দিকে প্রচুর পুতুল মারছিল। পুরো যাত্রায় অন্তত ১০০ এর মতো পুতুল আমাদের কাছে এসেছিল। যার মধ্যে এমবাপ্পের মুখ লাগানো একটা পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি আসায় ওটা আমি তুলে নেই। দুই সেকেন্ডের মতো ছিল, এরপর আমি ছুঁড়ে দেই। ঘটনা এটাই।’

ফাইনালের পর এমবাপ্পের সঙ্গে কথা বলেছেন মার্টিনেজ। সে বিষয়ে তিনি জানান, ‘তুমি গর্বিত হতে পার। তুমি কি দুর্দান্ত একটা ফাইনাল খেললে। একাই ফাইনাল জিতিয়ে ফেলেছিলে। তুমি খুবই প্রতিভাবান। লিও যখন ফুটবল ছাড়বে, তখন তুমি অনেক ব্যাল’ন ডি অর জিতবে।’