বিশ্বকাপে বাংলাদেশিদের উন্মাদনায় মুগ্ধ মেসি

Looks like you've blocked notifications!
হাত নেড়ে সমর্থকদের ধন্যবাদ জানালেন মেসি। ছবি : মেসির ফেসবুক পেজ থেকে

কাতার বিশ্বকাপের সময় মেসি-ডি মারিয়াদের নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনার গল্প ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। ফুটবল বিশ্বকাপে না খেললেও বিশ্বকাপের পুরোটা সময়জুড়ে আলোচনায় ছিল বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। বিশ্বকাপ জয়ের দেড় মাস পর বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি।

সম্প্রতি আর্জেন্টিনার ওলে পত্রিকাকে বিশ্বকাপ জয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারেই উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সমর্থকদের নিয়ে মেসি বলেন, ‘আমি দেখেছি বিশ্বকাপে বাংলাদেশের মানুষের সমর্থন। সব জায়গায় ১০ নম্বর জার্সি, সত্যিই অসাধারণ। বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার জন্য এমন উন্মাদনা দেখাটা সত্যিই, দুর্দান্ত।’

এর আগে বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘আমার মনে হয় প্রথমে ম্যারাডোনা আর পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবল সমর্থক এতো বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশই নয়, অন্য অনেক দেশের মানুষই আমাদের সমর্থন করে।’

বিশ্বকাপের সময় বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা বেশ ফলাও করেই ছাপা হয় বিশ্ব মিডিয়ায়। আর এই ব্যাপারটিতে আর্জেন্টিনার জনগণও এতটাই উচ্ছ্বসিত ছিল যে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসেও বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছেন।

সমর্থকদের এতো এতো ভালবাসা বিফলে যেতে দেননি মেসি। কাতারের লুসাইলে সোনালি ট্রফি উঁচিয়ে ধরে ভাসিয়েছেন আনন্দের জোয়ারে।