বিশ্বকাপে শেষটা রাঙাতে চান বাংলাদেশের মেয়েরা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

কথায় বলে—শেষ ভালো যার, সব ভালো তার। বাংলাদেশের মেয়েদের সামনে বিশ্বকাপের শেষ রাঙানোর  সুযোগ আগামীকাল। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল রোববার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ওয়েলিংটনে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।

এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে শক্তি-সামর্থ্য আর অভিজ্ঞতা দিয়ে কিছুটা পিছিয়েই ছিল লাল-সবুজের দল। সেই দিক দিয়ে একেবারেই খারাপ কাটেনি বাংলাদেশের। প্রত্যাশিত জয় এসেছে শুধু পাকিস্তানের বিপক্ষে। তবে বাকিগুলোতে ফল না আসলেও মোটামুটি লড়াই করতে পেরেছে বাংলাদেশ। এবার শেষ ম্যাচে ভালো কিছু নিয়ে বাড়ি ফেরার প্রত্যাশা বাংলাদেশের মেয়েদের।

শেষ ম্যাচটি নিয়ে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এতটা লম্বা সফর আমাদের আর কখনও হয়নি। তবে কালকের ম্যাচটিই যেহেতু শেষ, আমরা চাই যেন যত ভালো একটা পারফরম্যান্স আমরা দিতে পারি, যেটা ভবিষ্যতে আমাদেরকে প্রেরণা জোগাবে।’

অধিনায়ক আরো বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমাদের ব্যক্তিগত কিছু পারফরম্যান্স এসেছে। দল হিসেবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পেরেছি। এজন্যই জিততে পেরেছি। আমাদের সবার চেষ্টা আছে, সবাই চিন্তা-ভাবনা করে রেখেছে যে সবাই যেন দলের জন্য কিছু হলেও অবদান রাখতে পারে। যদি আমরা সবাই কিছু হলেও অবদান রাখতে পারি, তাহলে কালকে ভালো ম্যাচ খেলতে পারব।’

বিশ্বকাপে ব্যক্তিগত ভাবে সময়টা ভালো যায়নি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতান। ব্যাপারটা মেনে নিয়েছেন তিনি নিজেও, ‘গত কয়েক বছর দলে যেভাবে অবদান রাখতে পেরেছি, বা যেভাবে সবসময় দলে অবদান রাখার চেষ্টা করি, এবার বিশ্বকাপে সেভাবে পারিনি। আমি চাই শেষ ম্যাচে যেন দলের জন্য কিছু করতে পারি এবং অন্তত বলতে পারি যে, শেষ ম্যাচে হলেও কিছু করতে পারি। নিজের একটি তৃপ্তির জায়গা থাকবে।’