বিশ্বমানের দল হও, সবাই খেলতে লাইন ধরবে : ক্রিকেটারদের রমিজ

Looks like you've blocked notifications!
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। ছবি : সংগৃহীত  

ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে খুব পরিশ্রম করে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে বেশ কয়েকটি দল নিরাপদে পাকিস্তান সফর করেছে। সবকিছু যখন স্বাভাবিক হওয়ার পথে, তখনই পরিস্থিতি বদলে দিয়েছে নিউজিল্যান্ড। নিরাপত্তা ইস্যুতে খেলার আগমুহূর্তে সিরিজ বাতিল করেছে কিউইরা। এই ঘটনায় হতাশ পাকিস্তানের ক্রিকেটারেরা। বাবর আজমদের হতাশা ভুলে পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়ার আহ্বান জানালেন পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা। ক্রিকেটারদের প্রতি রমিজ রাজার বার্তা—‘বিশ্বমানের দল হও, তাহলে সবাই তোমাদের সঙ্গে খেলতে লাইন ধরবে।’

গত শুক্রবার ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগমুহূর্তে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। পাকিস্তানি ক্রিকেটারেরাও চুপ করে বসে নেই। নিজেদের সোশ্যাল মিডিয়াতে একে একে সবাই বার্তা দিচ্ছেন যে, পাকিস্তান নিরাপদ।  তবুও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন কঠিন পরিস্থিতি মোকাবিলায় ক্রিকেটারদের পারফরম্যান্স দেখানোর আহ্বান জানালেন পিসিবির চেয়ারম্যান।

এক ভিডিও বার্তায় রমিজ রাজা বলেছেন, ‘তোমাদের হতাশা ও ক্ষোভ দূর করতে হবে পারফরম্যান্সের মধ্য দিয়ে। যখন তোমরা বিশ্বমানের দল হবে, তখন সবাই তোমাদের সঙ্গে খেলার জন্য লাইন দেবে। তাই, এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে চাই। এগিয়ে যেতে হবে এবং শক্ত থাকতে হবে। হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা করব এবং শিগগিরই তোমরা সুখবর ও ভালো ফল পাবে।’

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘এই যন্ত্রণা আমাদের ভাগাভাগি করে নিতে হবে এবং যা ঘটেছে, তা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভালো নয়। আমরা অতীতেও এমন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু প্রতিবারই সামনে এগিয়ে গিয়েছি। আমাদের অনেক দৃঢ়তা ও শক্তি রয়েছে এবং সেটার উৎস আমাদের ভক্ত-সমর্থক ও দল।’