বিশ্বরেকর্ড গড়ে যা বললেন সাকিব

Looks like you've blocked notifications!
ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব আল হাসান। ছবি : বিসিবি

বয়স যত বাড়ছে ততই যেন পরিণত হচ্ছেন সাকিব আল হাসান। ধারাবাহিক পারফরম্যান্সে দলের জয়ে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। সাকিব বিশ্বরেকর্ড গড়বে আর বাংলাদেশ জিতবে না তা কি করে হয়! আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিবের ইতিহাস গড়ার দিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে উচ্ছ্বসিত সাকিব নিজেও।

আজ বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ জয় তুলে নেয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এমন জয়ের ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়ে শুধু ম্যাচ সেরার পুরস্কার জেতেননি সাকিব, গড়েছেন বিশ্বরেকর্ডও। কিউই পেসার টিম সাউদিকে ছাড়িয়ে ১৩৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার ওপরে সাকিব।

এমন অনবদ্য পারফরম্যান্সের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাকিব বলেন, ‘সত্যি বলতে এটা অসাধারণ অনুভূতি। আজকে খোলস ছেড়ে বের হওয়া দরকার ছিল, যা আমরা করতে পেরেছি। আমরা আক্রমণাত্মক মনোভাব বজায় রাখার চেষ্টা করেছি। সৌভাগ্যক্রমে সেটা কাজে দিয়েছে।’

সাকিব আরও যোগ করেন, ‘যখন আমি ব্যাটিংয়ে ছিলাম এবং ট্যাক্টর বোলিংয়ে ছিল। তখন বল ভালো টার্ন পাচ্ছিল। আমি তখনই বুঝেছিলাম যে, এই উইকেটে স্পিনাররা ভালো করবে। ভালো লাগছে, যেভাবে পরিকল্পনা করেছি, তা সফল হয়েছে।’

সিরিজ নিশ্চিত হয়ে গেছে, এখন কি হোয়াইটওয়াশের লক্ষ্য আছে, এমন প্রশ্নের জবাবে সাকিবের উত্তর, ‘আমরা যদি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতাম তখন হয়তো ২-০তে জয় অনেক কিছু হতো। যেহেতু দেশের মাটিতে খেলা তাই ৩-০ করাই আমাদের লক্ষ্য। আমরা শেষ ম্যাচে নতুনদের সুযোগ দিতে চাই, যারা পারফর্ম করার জন্য মুখিয়ে আছে।’