বিশ্বসেরা বোলার হতে চান তাসকিন
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সাফল্যে আশাবাদী তারকা পেসার তাসকিন আহমেদ। দলের জয়ে অবদান রেখে বিশ্বসেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান অভিজ্ঞ এই পেসার।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের তাসকিন আহমেদ বলেন, ‘আমি আমার সেরাটা দিতে চাই। আমি দক্ষিণ আফ্রিকায় দলের জয়ে অবদান রেখে নিজেকে সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’
ইনজুরির কারণে ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের পরও নিজেকে দেশের অন্যতম সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠা করা তাসকিন জানান, নিজের সেরা সংস্করণে ভালো করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
ফিটনেস নিয়ে এখনো কাজ করছেন তাসকিন। এ সম্পর্কে তিনি বলেন, ‘ফিটনেসের উন্নতির দিকে সবসময় বেশি ফোকাস থাকে। আমি ভালো খেলি বা না খেলি, ভালো প্রক্রিয়া ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। আমার স্বপ্ন অনেক বড়। আমি বিশ্বের সেরা বোলার হতে চাই। এ জন্য আমি ফিটনেস ও বোলিং উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি।’
তবে সাকিব ছাড়া দক্ষিণ আফ্রিকা সিরিজ চ্যালেঞ্জিং হলেও জেতা সম্ভব বলে মনে করেন তারকা পেসার, ‘ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে কিছু কঠিন ম্যাচ জিতেছি আমরা। তা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। যদি সেরা খেলাটা খেলতে পারি, তাহলে দক্ষিণ আফ্রিকাতেও জেতা সম্ভব। তারপরও ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ তো থাকবেই।’
দক্ষিণ আফ্রিকার উইকেট নিয়ে তাসকিন বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এসব জায়গায় যথাযথ স্পোর্টিং উইকেট থাকে। বোলার-ব্যাটসম্যান সবারই ভালো করার সুযোগ থাকে। এখানে উপযুক্ত লেংথে ঠিক জায়গায় বল না করলে রান দেওয়ার শঙ্কাও আছে।’
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এ সম্পর্কে বাংলাদেশি তারকা বলেন, ‘আমরা রোমাঞ্চিত উনার মতো কিংবদন্তি একজন কোচ পেয়ে। উনার কাছ থেকে যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করব।’