ব্রাজিলকে হটিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

Looks like you've blocked notifications!
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : রয়টার্স

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর ফিফার আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুর্দান্ত ফর্মে ছিল আর্জেন্টিনা। আর সেই পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। দীর্ঘদিন পর ফের শীর্ষে উঠে আসলো আলবিসেলেস্তারা।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে ব্রাজিলকে তিনে ঠেলে ৬ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।  আর্জেন্টিনার মতো এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে তিনে ব্রাজিল।

১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা, ১৮৩৮.৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। আর ১৮৩৪.৪৫ পয়েন্টে তিনে ব্রাজিল। র‍্যাঙ্কিংয়ে সেরা দশে এ ছাড়া আর কোনো পরিবর্তন ঘটেনি। 

সেরা দশে এরপর যথাক্রমে অবস্থান বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেনের। 

এদিকে, সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে একটি করে জয় ও পরাজয়ের পর আগের মতো ১৯২ নম্বরেই আছে বাংলাদেশ। তবে, সিশেলস এগিয়েছে তিন ধাপ। বর্তমানে ১৯৭ নম্বরে উঠে এসেছে দলটি।