ব্রাজিলে ফিরলেন কস্তা
শেষ পর্যন্ত ক্লাব পেতে যাচ্ছেন দিয়েগো কস্তা। ব্রাজিলের অ্যাথলেটিকো মিনেইরোর সঙ্গে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দেড় বছরের চুক্তিতে সই করেছেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
গত বছর শেষে লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি শেষ করেন কস্তা। এরপর ব্রাজিলের ক্লাবের হয়ে খেলা নিয়ে আলোচনা শোনা গেলেও কোন ক্লাবের সঙ্গে চুক্তি করেননি কস্তা। অবশেষে নিজের জন্মভূমিতে ফিরছেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
সোশ্যাল মিডিয়ায় খবরটি কস্তা নিজেই নিশ্চিত করেছেন। ব্রাজিল লিগের শীর্ষে থাকা দলেই তিনি যোগ দিতে চলেছেন। শোনা যাচ্ছে আজ রোববর তাঁর মেডিক্যাল টেস্ট হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিনেইরো জার্সি হাতে তাঁকে প্রথমবার দেখা যাবে।
২০০৬ সালে পর্তুগালের ব্রাগাতে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন কস্তা। তবে অ্যাথলেটিকোর হয়ে খেলার সুবাদেই বিশ্ব ফুটবলে পরিচিতি পান তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলার পরেও তাঁর মতে স্পেনের মানুষদের ভালবাসা ও তাঁর প্রতি দেখানো সম্মান দিতেই তিনি স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
অ্যাথলেটিকোর হয়ে দুইবার লা লিগার ও একবার ইউরোপা লিগ ও চেলসির হয়ে প্রিমিয়র লিগ জিতেছেন তিনি। এই প্রথম ইউরোপ ছেড়ে ব্রাজিলে খেলবেন তিনি।