ভারতকে থামিয়ে স্বস্তিতে নেই ইংলিশরাও

Looks like you've blocked notifications!
 ইংল্যান্ড ও ভারতের ম্যাচ। ছবি : সংগৃহীত 

জেমস অ্যান্ডারসনের দাপুটে বোলিংয়ে ভারতকে বেশি দূর যেতে দেয়নি ইংল্যান্ড। গতকাল শুক্রবার ভারতকে ৩৬৪ রানে থামিয়ে দেয় স্বাগতিকেরা। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই ইংল্যান্ডও। কাল দ্বিতীয় দিন ১১৯ রান তুলতে এরই মধ্যে গুরুত্বপূর্ণ তিন উইকেট হারিয়ে ফেলেছে জো রুটের দল।

শুক্রবার দিন শেষে তিন উইকেটে স্কোরবার্ডে ১১৯ রান তুলেছে ইংল্যান্ড। দিন শেষে উইকেটে ছিলেন অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টো। এখনও ভারতের ইনিংসের থেকে ২৪৫ রান পিছিয়ে আছে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। ইনিংসে ১৫তম ওভারে পরপর দুই বলে ডম সিবলি ও হাসিব হামিদকে ফিরিয়ে দেন মোহাম্মদ সিরাজ। প্রথমে মিড উইকেটে ক্যাচ দিয়ে ১১ রানে ফেরেন সিবলি। এরপর সাড়ে চার বছরের বেশি সময় পর ফেরা হামিদকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ উপহার দেন সিরাজ।

দ্রুত উইকেট হারানো দলের হাল ধরেন জো রুট ও ররি বার্নস। দুজনে গড়েন ৮৫ রানের জুটি। এই জুটিতে একশ ছাড়িয়ে যায় ইংল্যান্ড। এরপরই ধাক্কা খায় ইংল্যান্ড। ফিফটি থেকে এক রান দূরে থেকে আউট হয়ে যান বার্নস। মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ হন তিনি। ফেরার আগে করেন ৭ চারে ৪৯ রান। বাকি সময় রুট দলকে এগিয়ে নেন। দিন শেষে ৪৮ রানে অপরাজিত তিনি।

এর আগে বল হাতে দারুণ চমক দেখান অ্যান্ডারসন। ২৯ ওভার বোলিং করে তিনি একাই নিয়েছেন পাঁচ উইকেট। টেস্ট ক্যারিয়ারে ৩১তম বারের মতো ৫ উইকেট নেন ইংলিশ তারকা। ইংলিশ তারকার দাপুটে বোলিংয়ে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৩৬৪ রানে থেমেছে ভারত। ব্যাট হাতে সর্বোচ্চ ২৫০ বলে ১২৯ রান করেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল।

গত বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথম দিন ব্যাটিংয়ে নেমে ভালোই কেটেছিল ভারতীয়দের। প্রথম দিনের শেষে ভারত স্কোরবোর্ডে তুলে ফেলেছিল তিন উইকেটে ২৭৬ রান। আজ দ্বিতীয় দিন আশা জাগে বড় স্কোরের। কিন্তু, সেটা তেমন হলো না। দ্বিতীয় দিন মুখথুবড়ে পড়েছে ভারতীয়দের ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে ৮৮ রান যোগ করার মধ্যেই বাকি সাত উইকেট হারাল বিরাট কোহলির দল। গুটিয়ে গেল ৩৬৪ রানে।

অবশ্য ভারতের ব্যাটিং বেশি দূর যেতে দেননি অ্যান্ডারসন। গত বৃহস্পতিবার জোড়া উইকেট নেন অ্যান্ডারসন। গতকাল নিয়েছেন আরও তিনটি উইকেট। প্রথমদিন রোহিত শর্মা ও পূজারার উইকেট নিয়েছেন তিনি। কাল নিয়েছেন রাহানে, ইশান্ত এবং বুমরার উইকেট।

লোকেশ রাহুল ছাড়াও ভারতের হয়ে ভালো ব্যাটিং করেন রোহিত। দ্বিতীয় সর্বাধিক ৮৩ রান আসে তাঁর ব্যাট থেকে। মূলত ওপেনিং জুটিতেই ভালো রান পায় ভারত। ১০৩ বলে ৪২ রান করে ফিরে যান বিরাট কোহলি। ৪০ রান আসে জাদেজার ব্যাট থেকে। পন্থ করেন ৩৭ রান। আজ জাদেজা এবং পন্থ ফিরতেই ভারতের ইনিংস দ্রুত শেষ হয়।

ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন রবিনসন ও মার্ক উড। এ ছাড়া মইন আলি নিয়েছেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস : (আগের দিন ২৭৬/৩) ১২৬.১ ওভারে ৩৬৪ (রাহুল ১২৯, রাহানে ১, পান্ত ৩৭, জাদেজা ৪০, শামি ০, ইশান্ত ৮, বুমরাহ ০, সিরাজ ০*; অ্যান্ডারসন ২৯-৭-৬২-৫, রবিনসন ৩৩-১০-৭৩-২, কারান ২২-২-৭২-০, উড ২৪.১-২-৯১-২, মইন ১৮-১-৫৩-১)।

ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৫ ওভারে ১১৯/৩ (বার্নস ৪৯, সিবলি ১১, হামিদ ০, রুট ৪৮*, বেয়ারস্টো ৬*; ইশান্ত ১১-২-৩২-০, বুমরাহ ৯-৩-২৩-০, শামি ৮-১-২৩-১, সিরাজ ১৩-৪-৩৪-২। জাদেজা ৪-১-৬-০)।