এশিয়া কাপ

ভারতকে ফেভারিট মনে করেন পাকিস্তানি তারকা

Looks like you've blocked notifications!
ভারত ও পাকিস্তান ম্যাচ। ছবি : সংগৃহীত  

এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে আগামী ২৭ আগস্ট। আসরের দ্বিতীয় দিনই মাঠে নামছে  ভারত ও পাকিস্তান। তাই এখন থেকেই এশিয়া কাপের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ম্যাচটি সাবেক-বর্তমান তারকাদের মধ্যে এখনই পর্যালোচনা শুরু হয়ে গেছে।

ম্যাচটিতে পাকিস্তানকে নয়, ভারতকে ফেভারিট মানছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড’-এ তিনি বলেন, ‘বিশ্বকাপের কথা ওদের (ভারতের) মাথায় থাকবে। ওরা একে একে সিরিজ জিতছে। এটা লক্ষণীয় যে, প্রতি সিরিজে ওদের দলে পরিবর্তন হচ্ছে। ওদের নজর থাকবে এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে হার ভারতীয় দলের অনেক বড় ক্ষতি করেছে, তাই ওরা এটি থেকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ওরা এশিয়া কাপ জিততে চাইবে, ওরা ফেভারিট হতে পারে। ম্যাচে ভারত সর্বস্ব উজাড় করে দেবে। ভারতের বিরুদ্ধে পাকিস্তান শেষ ম্যাচে ১০ উইকেটে জিতেছিল। এটি পাকিস্তানকে অনুপ্রাণিত করবে।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ছিল বাবর আজমের দল।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান। অসিরাই টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর সেই টুর্নামেন্টে ভারত গ্রুপ পর্বে হেরে গিয়েছিল।