আইপিএল

ভারতীয় অধিনায়কের লজ্জার রেকর্ড

Looks like you've blocked notifications!
ভারতীয় ও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। ফাইল ছবি

আইপিএলে সময়টা মোটেও ভালো যাচ্ছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। দল সাফল্য পাচ্ছেন না, তিনিও ভালো করতে পারছেন না। এবার গড়লেন একটি লজ্জার রেকর্ড।  

গতকাল বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্য রানে আউট হন রোহিত শর্মা। তাই আইপিএলে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন তিনি।

আইপিএলে এ নিয়ে ১৪ বার শূন্য রানে আউট হন রোহিত। এর আগে হরভজন সিং, পার্থিব প্যাটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলা ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন।

এবারের আইপিএলে এখন পর্যন্ত কোনো বড় সংগ্রহ গড়তে পারেননি রোহিত শর্মা। শুধু প্রথম ম্যাচে ৪১ রান করেন।  আর পরের ম্যাচ গুলোতে যথাক্রমে ১০, ৩, ৩৬, ২৮, ৬ ও ০ রান করেন ভারতীয় অধিনায়ক।

শুধু রোহিত নন, আইপিএলে এবার মুম্বাই ইন্ডিয়ানসের অবস্থা খুবই করুন। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সাতটিতেই হেরেছে মুম্বাই। কোনো পয়েন্ট না পেয়ে একেবারেই তলানিতে আছে দলটি।

এক ম্যাচ কম খেলে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট টাইটানস। সাত ম্যাচে ১০ পয়েন্ট তাদের। র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।