জয় শাহর বক্তব্যের প্রতিবাদ

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ না খেলার হুমকি পাকিস্তানের

Looks like you've blocked notifications!
ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে যত লড়াই। ছবি : সংগৃহীত

২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানের বাইরে একটি নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করার কথা বলেছে বিসিসিআই। এই খবরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। এর জন্য এসিসির সভাপতি ও বিসিসিআইয়ের সচিব জয় শাহকে অভিযুক্ত করেছে তারা। তাই পরের বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপসহ আইসিসি ইভেন্টগুলোতে তা প্রভাব ফেলতে পারে বলে মনে করে পিসিবি। মানে একরকম বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে পাকিস্তান। 

আজ বুধবার পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘পরের বছর এশিয়া কাপ একটি নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করার বিষয়ে এসিসি সভাপতি জয় শাহের মন্তব্যে পিসিবি বিস্ময় ও হতাশা প্রকাশ  করেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা পিসিবির  সঙ্গে (ইভেন্ট হোস্ট) কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই এই এমন ভাবনা ঠিক নয়।’

‘জয়ের এশিয়া কাপ স্থানান্তরের বিবৃতি স্পষ্টতই একতরফাভাবে করা হয়েছে। এটি নিয়মের পরিপন্থী। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ১৯৮৩ সালের সেপ্টেম্বরে গঠিত হয়েছিল। এটি সদস্যদের স্বার্থ রক্ষা করার জন্য এবং এশিয়ায় ক্রিকেট খেলাকে সংগঠিত, বিকাশ ও প্রচারের জন্য একটি সংযুক্ত এশিয়ান ক্রিকেট সংস্থা।’

পিসিবি বিবৃতিতে আরও জানায়,  ‘এ ধরনের বিবৃতি এশিয়ান এবং আন্তর্জাতিক ক্রিকেট বিভক্ত করার সম্ভাবনা রয়েছে। তাই ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ এবং ২০২৪-২০৩১ চক্রে ভারতে অনুষ্ঠেয় ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোকে প্রভাবিত করতে পারে।’

এশিয়া কাপের আয়োজক হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু জয় শাহ গতকাল মঙ্গলবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার পর এক বিবৃতিতে জানান, ‘এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যু হতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পাকিস্তানে যাব না। আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলব।’