নারী ক্রিকেট বিশ্বকাপ

ভুল শুধরে কিউইদের বিপক্ষে সাফল্যের আশা বাংলাদেশের

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজের অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেলেও দারুণ লড়াই করেছেন রোমানা-সালমারা। বিশেষ করে বাংলাদেশের বোলাররা।

আসরে বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। ডানেডিনে আগামীকাল সোমবার ভোর ৪টায় লড়াইয়ে নামবে দুই দল। প্রথম ম্যাচের ভুল শুধরে কিউইদের বিপক্ষে নতুনভাবে ফিরতে চায় লাল-সবুজের দল।

আজ রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘সময় হয়তো কম, তবে আজ আমরা একটি অনুশীলন সেশন করেছি। যতটুকু সম্ভব হয়েছে, গত ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছি। কোচরা কথা বলেছেন আমাদের সঙ্গে। নেটে তা কাজে লাগানোর চেষ্টা করেছি। আমরা আবার কথা বলব। ম্যাচের আগে একটা মিটিং আছে আমাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন করে ফেরার চেষ্টা করব।’

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘ওরা আমাদের হালকাভাবে নেবে না বলেই মনে করি, কারণ আমাদের বোলিং আক্রমণ ভালো। পাশাপাশি ব্যাটিংও ভালো করতে হবে। জুটি গড়তে না পারার কারণে গত ম্যাচে ভালো করতে পারিনি। সেখানে মনোযোগ দিতে পারলে, আমরা ভালো করতে পারব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। এ সম্পর্কে নিগার সুলতানা বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে হয়তো ওয়ানডে খেলিনি, তবে ওদের অনেক ম্যাচ আমরা দেখেছি। আমাদের অ্যানালিস্ট যতটুকু সম্ভব ওদের সম্পর্কে তথ্য দিয়েছেন। এসবের ওপর ভিত্তি করেই আমরা আমাদের পরিকল্পনা সাজাব।’