ভয়কে জয় করে সাফল্যের দেখা পেয়েছেন তাসকিন

Looks like you've blocked notifications!
তাসকিন আহমেদ। ছবি : বিসিবি

ক্যারিয়ারের অনেক ওঠা-নামার মাঝেই নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছেন তাসকিন আহমেদ। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া টুর্নামেন্ট, সব মঞ্চেই তাসকিন ছুটছেন দুর্দান্ত গতিতে। আর এই ছন্দে ফেরার পথে তাসকিন সব ভয়কে জয় করেছেন। ব্যর্থ হওয়ার শঙ্কাকে ভুলে গিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টায় ডানহাতি এই পেসার।

চলতি বিপিএলের শুরু থেকেই দারুণ বোলিং করে যাচ্ছেন তাসকিন। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুলনার বিপক্ষেও ঢাকার জয়ের নায়ক তিনি। মাত্র ১০৮ রানের পুঁজি নিয়েও তাসকিনের বোলিং গতিতে জয় তুলে নেয় ঢাকা। মাত্র ৯ রান দিয়ে তাসকিন নেন ৪টি উইকেট। এ ছাড়া সব মিলিয়ে ৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০টি। ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৬.১৬ রান।

এমন বোলিংয়ের রহস্য নিয়ে তাসকিন বলেছেন, 'ক্রিকেটার হিসেবে আমার মঞ্চ ও আমার গ্ল্যামার পুরোটাই ২২ গজে। এখানে আমি আমার সেরাটা দিয়ে উপভোগের চেষ্টা করি। কোনো দিন ভালো হবে, কোনো দিন খারাপ। কঠোর পরিশ্রম করা, প্রক্রিয়ায় থাকা, মাইন্ড ট্রেনিং করা... সব কিছু মিলিয়ে আমি মাঠে ব্যর্থ হওয়ার ভয়টা ছাড়া খেলার চেষ্টা করি। কিছু দিন হয়তো (কাজ) হবে না। তবে এটাও মেনে নিতে হবে।'

মূলত ভয়কে উড়িয়ে দিয়ে সেরাটা দেওয়াই তাসকিনের লক্ষ্য, 'ব্যর্থতার ভয় বাদ দিয়ে আমি সেরাটা দিয়ে মাঠে চেষ্টা করি। এমনকি ফিল্ডিংয়েও। একটা সময় হয়তো বেশি খারাপ ফিল্ডার ছিলাম। এখন আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। উন্নতির তো শেষ নেই। সব কিছু নিয়েই কাজ করছি। যাতে আরেকটু উন্নতি করা যায়।'

ঢাকার এই পেসার আরও বলেন, 'প্রত্যেক ম্যাচেই বিশ্বাস নিয়ে নামি। সত্যি বলতে আমি আমার প্রক্রিয়ায় অনেক বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করি। আমার মনে হয়, যেহেতু আমি আমার কাজের ক্ষেত্রে সৎ, আল্লাহতায়ালা যে কোনো সময় যে কোনো পুরস্কার দিতে পারেন। প্রক্রিয়ার বাইরে থাকি না বলে সবসময় বিশ্বাস করি, ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে।'