মন্থর ব্যাটিংয়ে লড়ছে বাংলাদেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ছবি-সংগৃহীত

সাবধানী ব্যাটিংয়ে বাংলাদেশকে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও লিটন দাস। দুজনে মিলে কোনো উইকেট না হারিয়ে কাটিয়ে দেন প্রথম চার ওভার। কিন্তু এর পরেই এনামুল হক বিজয়কে হারিয়ে হোঁচট খেল বাংলাদেশ। ৩৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এনামুল ফিরেন ১০ রানে।

এরপর উইকেটে এসে থিতু হতে পারেননি সাকিব আল হাসান। সাবধানী শুরর পরও জোড়া ধাক্কা খেল বাংলাদেশ। সাকিব বিদায় নিয়েছেন ৩ বলে ৫ রান করে। দুই উইকেট হারানোর পর বাংলাদেশের রানের গতি কমেছে। মন্থর ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গায়ানাতে ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। ডোমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের কাছে হয়ে উঠেছে সিরিজ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আজ গায়ানায় স্বাগতিকদের বিপক্ষে লড়ছে মাহমুদউল্লাহর দল।

ডোমিনিকায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে মোটেই ভালো কাটেনি তাসকিন আহমেদের। রান বিলিয়েছেন দেদারসে। যার কারণে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ থেকেই বাদ পড়েছেন ডানহাতি পেসার।

তাসকিনের বদলে স্পিন বিভাগে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। যোগ করা হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। এই একটি পরিবর্তন নিয়েই সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের মতো একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কিমো পলের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার ডমিনিক ড্রেকস।