মার্সেলোকে আবেগঘন বার্তা রোনালদোর

Looks like you've blocked notifications!
ক্রিস্টিয়ানো রোনালদো ও মার্সেলো। ছবি : সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে ১৫ মৌসুমের পর বিদায় নিয়েছেন ব্রাজিলীয় ডিফেন্ডার মার্সেলো। এই বিদায়ের সময় ক্রিস্টিয়ানো রোনালদোসহ রিয়াল মাদ্রিদের কয়েক প্রজন্মের খেলোয়াড়দের কাছ থেকে বিদায়ী বার্তা পেয়েছেন তিনি।

রোনালদো ও মার্সেলো জুটি ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল। এই দুজনে মিলে রিয়াল মাদ্রিদকে অনেক সাফল্য এনে দিয়েছেন। বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেসের খেলা রোনালদো মার্সেলোকে একটি আবেগঘন বার্তা পাঠিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘একজন সতীর্থের চেয়েও বেশি, একজন ভাই ফুটবল আমাকে দিয়েছে। মাঠে এবং মাঠের বাইরে সেরা তারকাদের একজন সে। তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে আনন্দ পেয়েছি। নতুন অভিযানে সবকিছু নিয়ে যাও, মার্সেলো!’

রিয়ালের সাবেক অধিনায়ক ইকার ক্যাসিলাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, “তুমি ছোটবেলায় এসেছিলে। কতবার আমি চিৎকার করে বলেছিলাম ‘মার্সেলুওও, ফিরে এসো!’ এমন একজন কিংবদন্তি হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, কিংবদন্তি। অনেক আলিঙ্গন বন্ধু এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।’

ব্রাজিলের স্বদেশীদেরও মধ্যে ভিনসিয়াস জুনিয়র বলেছেন, ‘মার্সেলো! সবকিছুর জন্য ধন্যবাদ! বিশ্বের সেরা ক্লাবে সবচেয়ে বেশি শিরোপাধারী খেলোয়াড় হিসেবে।’

আর টনি ক্রুস পোস্ট করেছেন, ‘আপনার কাছ থেকে অনেক কিছু  শিখতে পেরে আমি আনন্দিত। আমি বলতে পারি সর্বকালের সেরা লেফট ব্যাকের সাথে খেলেছি।’