মালদ্বীপের লিগে খেলতে গেছেন সাবিনা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশের লিগে খেলতে গিয়েছিলেন সাবিনা খাতুন। ২০১৫ সালে মালদ্বীপ নারী ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের এই স্ট্রাইকার। আবার তিনি এই লিগে খেলতে গেছেন।

এ নিয়ে চারবার মালদ্বীপের লিগে খেলতে গেছেন সাবিনা। আজ শুক্রবার মালদ্বীপে গেছেন জাতীয় দলের এই অধিনায়ক।

সাবিনার সঙ্গে আরও গেছেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। তাঁরা খেলবেন মালদ্বীপ আর্মি ক্লাবের হয়ে।

নিজের ফেসবুক পেজে সাবিনা এই ঘোষণা দেন। সেখানে তিনি লিখেছেন, ‘মালদ্বীপ যাচ্ছি। সবাই দোয়া করবেন।’

সদ্য সমাপ্ত সাফ সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনার নেতৃত্বে দারুণ সাফল্য পায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের দলের মেয়েরা। 

সাফে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন সাবিনা। সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।