মাহমুদউল্লাহ ম্যাচ উইনার সেটা ভুললে চলবে না : সুজন

Looks like you've blocked notifications!
ক্রিকেটার মাহমুদউল্লাহ। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রে মাহমুদউল্লাহ। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে নেওয়া হবে কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন! এমন প্রশ্নের মুখে দলের টিম ডিরেক্টর মাহমুদউল্লাহর গুরুত্ব বুঝিয়ে দিলেন। সেই সঙ্গে একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহর সার্ভিসকে মূল্যায়ন করতে চান তারা।

মূলত লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন মাহমুদউল্লাহ। যার যেরে নেতৃত্বও হারিয়েছেন তিনি। নেতৃত্ব হারানোর পর এবার টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা হারানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। এখন বিশ্বকাপের দলে তাঁকে রাখা হবে কি হবে না সেটা নিয়ে চলছে নানা আলোচনা।

এ ব্যাপারে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘মাহমুদউল্লাহ আমাদের ক্যাম্পে আছে তার মানে সাদা বলের ক্রিকেটে এখনো আমাদের গুরুত্বপূর্ণ অংশ। টেস্টেও ছিল, যদিও অবসর নিয়েছে। চিন্তা করেছি, তবে এখনো সিদ্ধান্ত হয়নি। দল চূড়ান্ত করার সময়ই এলে সিদ্ধান্ত হবে। তবে এটুকু বলি, সে এখনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কথা যে এদিক-ওদিক হচ্ছে না, তা না। মাহমুদউল্লাহ কেন সুযোগ পাবে বা কেন সুযোগ পাবে না—এসব নিয়ে আলোচনা হওয়া ভালো। তেমনি ওর জায়গায় কেউ এলে কেন আসবে, সেটিও ভাবতে হবে।’

দেশের হয়ে ১২১টি ম্যাচ খেলা মাহমুদউল্লাহর অভিজ্ঞতার মূল্যায়ন করতে চায় বিসিবি। সে ক্যাপারে সুজন বলেছেন, ‘তার অভিজ্ঞতা আছে। তবে এটির ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। সে আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ইয়াসির রাব্বির মতো একজনও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়। তাকে নিয়ে যদি হুট করে সিদ্ধান্ত নিয়ে নেই একটা…একটা ছেলে এত বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। তাদের সার্ভিসকে আমরা সব সময় মূল্যায়ন করতে চাই। সাকিব (আল হাসান), মাশরাফি (বিন মুর্তজা), তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমদের আপনারা যে নাম দিয়েছেন—পঞ্চপাণ্ডব। তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। মুশি হয়তো ভেবেছে টি-টোয়েন্টিকে না বলার এখনই উপযুক্ত সময়। আমি সেটিকে সম্মান করি।’

এরপর তিনি যোগ করেন, ‘মাহমুদউল্লাহ ম্যাচ উইনার। এটা ভুলে গেলে হবে না। ওয়ানডেতেও ওর এমন কিছু ইনিংস আছে, যেগুলোতে ও একাই বাংলাদেশকে জিতিয়েছে। এমন একটা ছেলেকে হঠাৎ করে “নো” বলতে পারবেন না। তবে অবশ্যই ব্যক্তি থেকে দল অনেক বড়।’