মিডিয়া রাইটসের নিলাম নিয়ে আইসিসির ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি মিডিয়া রাইটসের জন্য টেন্ডার ঘোষণা করেছে। আইসিসি চার এবং আট বছরের জন্য দরপত্র চালু করেছে। অবশ্য তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। আইসিসির এই বিড পদ্ধতি নাকি যথেষ্ট স্বচ্ছ নয়।
আজ মঙ্গলবার আইসিসির চিফ কমার্শিয়াল অফিসার অনুরাগ দাহিয়া ক্রিকবাজকে বলেন, ‘কোনো স্বচ্ছতা নেই বললে ভুল হবে। আমরা স্পষ্টভাবে ই-নিলাম ব্যবহার করছি না, কারণ আমাদের কাছে একটি জটিল মনে হয়েছে। আমরা সরল পদ্ধতি ব্যবহার করতে চাই।’
আইসিসির এই দরপত্র চার এবং আট বছরের জন্য দাখিল করার আহ্বান জানানো হয়। এ ব্যাপার আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস বলেন, ‘আমরা পুরুষ এবং মহিলাদের ক্রিকেটের দরপত্র আলাদাভাবে বিক্রি করছি। এরপর ডিজিটাল এবং টিভির প্যাকেজ রয়েছে। এই সব কিছুর ক্ষেত্রে ই-নিলাম খুবই জটিল। সে কারণেই আমরা ম্যানুয়াল পদ্ধতি রেখেছি।’
এদিকে নারী ইভেন্টের মধ্যে রয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের নভেম্বরে বিশ্বকাপ, ২০২৬ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি।
পুরুষদের টেন্ডারে রয়েছে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০), দুটি চ্যাম্পিয়নস ট্রফি (২০২৫ এবং ২০২৯ সালে) এবং দুটি বিশ্বকাপ (২০২৭ এবং ২০৩১ সালে)। চারটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০২৪, ২০২৬, ২০২৮, ২০৩০ সালে) এ ছাড়াও চারটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (২০২৫, ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালে) রয়েছে।
আইসিসির ভাইস প্রেসিডেন্ট সুনীল মনোহরন বলেন, ‘আইসিসি আশা করছে বছরের শেষ নাগাদ দরপত্র বিক্রি শেষ করব। আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যাব। আমরা শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রাচ্য এবং আরও অনেক দেশের সঙ্গে যোগাযোগ করব। আগাম ব্যবসায়িক উপায় করা আমাদের লক্ষ্য।’