মুশফিকদের উদ্দেশ্যে পাপনের কড়া হুঁশিয়ারি

Looks like you've blocked notifications!
গনমাধ্যমে কথা বলছেন পাপন। ছবি: বিসিবি

৯৩ বলে ৭০ রান, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের রান। মুশফিকের এমন পারফরম্যান্সের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে স্বস্তির হাসি। কারণ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটির দেখা পেলেন মিঃ ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুশফিক। ব্যাট হাতে করেছেন মাত্র ১৬ ও ৪ রান । গত ৭ মাসে ওয়ানডে ক্রিকেটে ফিফটির দেখাই পাননি মুশফিক। সর্বশেষ ফিফটি করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে তাও ২০২২ সালের আগস্টে। এর পর থেকে মুশফিকের ব্যাটে হাসি নেই। তাই স্বভাবতই তাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছিল টিম ম্যানেজমেন্টের।

তবে অপেক্ষার পালা ফুরিয়ে হেসেছে মুশফিকের ব্যাট। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টপঅর্ডারদের ব্যর্থতায় জ্বলে উঠেছেন মুশফিক। খেলেছেন ৯৩ বলে ৭০ রানের কার্যকরী ইনিংস। আর মুশফিকের এমন পারফরম্যান্স নিয়ে ম্যাচশেষে গনমাধ্যমে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মুশফিকের ব্যাটিং নিয়ে পাপন বলেন, ‘মুশফিকুর রহিমের রান করাটা সত্যিই স্বস্তির। মানে এটা না শুধু, বিপিএলের ফাইনালে যখন মুশফিক রান করল, তখনও আমি তাকে ফোন করেছিলাম। আমি এত বেশি খুশি হয়েছিলাম, আমি জানি তার মধ্যে সেই ধরনের সামর্থ্য রয়েছে। তবে রান পাচ্ছে না। হয় কি, যখন একটা ভালো খেলোয়াড় অনেকদিন রান পাবে না, তাকে নিয়ে অনেক রকম চিন্তাভাবনা ছাড়া উপায় নাই।’

এরপর পাপন কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘আমি আশা করব এটা সে ধরে রাখবে। তবে একটা জিনিস আমি আপনাকে বলব, এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম করতে না পারলে আসলে কেউ টিকতে পারবে না।’

শুধু তাই নয় আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও দলে একাধিক পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত পাপনের। তিনি বলেন,‘আমরা কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে নতুন ২-১ জনকে সুযোগ দিতে চাই। এগুলো সব আমাদের পরিকল্পনার অংশ। যাতে প্রয়োজনে কোনো প্লেয়ারের ব্যাকআপ পেতে খুব বেশি সমস্যা না হয়।’