মুশফিকের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

Looks like you've blocked notifications!
সেঞ্চুরিতে উচ্ছ্বসিত মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুশফিকুর রহিম। সাগরিকার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও জ্বলে উঠে মুশফিকের ব্যাট। দলের চরম বিপর্যয়ে ব্যাট করতে নেমে আজও সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির দেখা পান মুশফিক। দিনের দ্বিতীয় সেশনে জয়াবিক্রমার বলে চমৎকার কাভার ড্রাইভে ১১২ বলে ব্যক্তিগত পঞ্চাশ স্পর্শ করেন মুশফিক। এরপর দিনের   তৃতীয় সেশনে পেয়ে যান সেঞ্চুরির দেখা।

লঙ্কান বোলার রমিশ মেন্ডিসের বলে সিঙ্গেল নিয়ে তিন অংকের ঘর স্পর্শ করেন মুশফিক। ২১৮ বলে ১১টি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর সেঞ্চুরি। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি।

মুশফিকের আগে আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। দিনের দ্বিতীয় সেশনে আসিথা ফার্নান্দোর বলে বাউন্ডারি হাঁকিয়ে ৯৬ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন লিটন। এরপর তৃতীয় সেশনেই পেয়ে গেলেন সেঞ্চুরির দেখা। দিমুথ করুনারত্নের বল বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরির ঘরে পৌঁছে যান লিটন। সেঞ্চুরি করতে লিটন খেলেছেন ১৪৯ বল। আর শতকটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারি দিয়ে। 

আজ প্রথম সেশনটা মোটেই ভালো কাটেনি বাংলাদেশের। স্কোরবোর্ডে ২৪ রান তুলতেই পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এমন কঠিন মুহূর্তে দলের ঢাল হয়ে দাঁড়ান মুশফিক ও লিটন। শক্ত জুটিতে বাংলাদেশকে পথ দেখান দুজন। এই জুটিতে ভর করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।