মেজাজ হারানো শান্তকে শাস্তি

Looks like you've blocked notifications!
নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি

বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। সর্বোচ্চ রান নেওয়ার তালিকাতেও শীর্ষে তাঁর নাম। সেই শান্তই এবার শৃঙ্খলাজনিত কারণে পেলেন শাস্তি।

চলতি টুর্নামেন্টে আচরণবিধি ভাঙার জন্য আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের ওপেনারকে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মেজাজ হারান শান্তি। চট্টগ্রামের নিহাদউজ্জামানের টানা দুই বলে চার ও ছক্কা মারার পর স্টাম্পড হয়ে যান শান্ত। এরপর মাঠ ছড়ার সময় ডাগআউটে এসে মাটিতে জোরে হেলমেট ছুঁড়ে মারেন। এতে করে হেলমেট ভাঙে। ছিটকে পরে তার ব্যাটও।

ম্যাচ শেষে বিসিবির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় শান্তর বিরুদ্ধে। যেখানে বলা হয়, ক্রিকেট উপকরণের প্রতি অসম্মান করা বা অব্যবহার।

আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল শাস্তির ঘোষণা দেন। শান্ত তা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।